১ মে, ২০২৫ বক্স অফিসে মুক্তি পেয়েছিল রেইড-২। রাজ কুমার গুপ্তা পরিচালিত এই ক্রাইম থ্রিলার ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অজয় দেবগন ও রীতেশ দেশমুখ। রেইড ২'-এর গল্প মনে ধরেছে সিনে প্রেমী দর্শকদের। এছাড়াও এই ছবি নিয়ে সমালোচকরাও দারুণ রিভিউ দিয়েছেন এই সিনেমাকে।
এদিকে মুক্তির পর বক্স অফিসে ২২ দিন কাটিয়ে ফেলেছে 'রেইড ২' । শুরু থেকে প্রতিদিনই বক্স অফিসে ভালো ব্যবসা করে আসছিল এই ছবি, তবে ১৫০ কোটির গণ্ডি ছোঁয়ার পর এই ছবির ব্যবসা অনেকটাই কমেছে। এখনও পর্যন্ত বক্স অফিসে কত আয় করেছে এই ছবি? কী বলছে রিপোর্ট?
রেইড ২ বক্স অফিস
Sacnilk.com প্রাথমিক প্রতিবেদন অনুসারে, মুক্তির ২২ দিনের মাথায় এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ১.৭৫ কোটি টাকা। অর্থাৎ বলাই বাহুল্য মুক্তির পর তৃতীয় বৃহস্পতিবার এসে এই ছবির ব্যবসা বেশকিছুটা কমেছে। এখনও পর্যন্ত ছবির মোট আয় দাঁড়িয়ে ১৫৬.৮৫কোটি টাকা। অর্থৎ এই মুহূর্তে ১৬০ কোটির লক্ষ্য ছোঁয়ার দিকে এগোচ্ছে এই ছবি। তবে তথ্য বলছে ২১ মে ও ২২ মে, এই দুদিন ছবির আয় বেশ অনেকটাই কমেছে।
চলুন দেখে নি 'রেইড ২'-এর দৈনিক কালেকশন
১ মে মুক্তি-র প্রথম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ১৯.২৫ কোটি টাকা।
২ মে মুক্তি-র দ্বিতীয় দিন (শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ১২ কোটি টাকা।
৩মে মুক্তি-র তৃতীয় দিন (শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ১৮ কোটি টাকা।
৪মে মুক্তি-র চতুর্থ দিন (রবিবার) ‘রেইড ২’র আয় ছিল ২২ কোটি টাকা।
৫ মে মুক্তি-র পঞ্চম দিনে (সোমবার) ‘রেইড ২’র আয় ছিল ৭.৫ কোটি টাকা।
৬ মে মুক্তি-র ষষ্ঠ দিনে (মঙ্গলবার) ‘রেইড ২’র আয় ছিল ৭ কোটি টাকা।
৭ মে মুক্তি-র সপ্তম দিনে (বুধবার) ‘রেইড ২’র আয় ছিল ৪.৭৫ কোটি টাকা।
৮ মে মুক্তি-র অষ্টম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ৫.২৫ কোটি টাকা।
প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশন ছিল ৯৫.৭৫ কোটি টাকা
৯মে মুক্তি-র নবম দিনে (দ্বিতীয় শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ৫ কোটি টাকা।
১০ মে মুক্তি-র দশম দিনে (দ্বিতীয় শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ৮.২৫ কোটি টাকা।
১১ মে মুক্তি-র এগারো দিনে (দ্বিতীয় রবিবার) ‘রেইড ২’র আয় ছিল ১১.৭৫ কোটি টাকা।
১২ মে মুক্তি-র বারোতম দিনে (দ্বিতীয় সোমবার) ‘রেইড ২’র আয় ছিল ৪.৮৫ কোটি টাকা
১৩ মে মুক্তি-র তেরোতম দিনে (দ্বিতীয় মঙ্গলবার) ‘রেইড ২’র আয় ছিল ৪.৫ কোটি টাকা।
১৪ মে মুক্তি-র চৌদ্দতম দিনে (দ্বিতীয় বুধবার) ‘রেইড ২’র আয় ছিল ৩.২৫ কোটি টাকা।
১৫ মে মুক্তি-র পনেরোতম দিনে (দ্বিতীয় বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ৩ কোটি টাকা।
দ্বিতীয় সপ্তাহের বক্স অফিস কালেকশন ছিল ৪০.৬ কোটি টাকা
১৬ মে মুক্তি-র ১৬ তম দিনে (তৃতীয় শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ৩ কোটি টাকা।
১৭ মে মুক্তি-র ১৭ তম দিনে (তৃতীয় শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ৪.১৫ কোটি টাকা।
১৮ মে মুক্তি-র ১৮ তম দিনে (তৃতীয় রবিবার) ‘রেইড ২’র আয় ছিল ৫.৫০ কোটি টাকা।
১৯ মে মুক্তি-র ১৯ তম দিনে (তৃতীয় রবিবার) ‘রেইড ২’র আয় ছিল ১.৮৫ কোটি টাকা।
২০ মে মুক্তি-র ১৯ তম দিনে (তৃতীয় রবিবার) ‘রেইড ২’র আয় ছিল ২.২৫ কোটি টাকা।
২১ মে মুক্তি-র ২১ তম দিনে (তৃতীয় রবিবার) ‘রেইড ২’র আয় ছিল ১.৭৫ কোটি টাকা।
২২ মে মুক্তি-র ২২ তম দিনে (তৃতীয় রবিবার) ‘রেইড ২’র আয় ছিল ১.৭৫ কোটি টাকা।
অর্থাৎ ছবির মোট সংগ্রহ দাঁড়িয়েছে- ১৫৬.৮৫কোটি টাকা।
বলি অভিনেতা অজয় দেবগন এবং রীতেশ দেশমুখ দুজনেই 'রেইড ২' তে তাঁদের শক্তিশালী অভিনয় দিয়ে সবার মন জয় করেছেন। এটি অজয়ের ২০১৮ সালের ছবি রেইডের সিক্যুয়েল, যা বক্স অফিসে হিট ছবি হয়েছিল। ছবিতে অজয় আয়কর বিভাগের ডেপুটি কমিশনার অমি পট্টনায়েকের চরিত্রে অভিনয় করেছেন, যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন। একই সঙ্গে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন রীতেশ দেশমুখ। ছবিতে বাণী কাপুরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।
অর্থাৎ এই মুহূর্তে বক্স অফিসে অজয় দেবগন নিজের ছবি ‘সিংহাম রিটার্নস’-ও শয়তান, দুই ছবির রেকর্ড ভেঙে ফেলেছে রেইড-২।