রাধিকা আপ্তে তার প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। ১৬ অক্টোবর, বুধবার বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে 'সিস্টার মিডনাইট' সিনেমার প্রদর্শনীতে অংশ নেন তিনি। সেখানে তাঁর বেবি বাম্প দেখে রীতিমতো হতবাক ভক্তরা।
রাধিকা আপ্তের সোশ্যাল পোস্ট
রাধিকা সোশ্যাল মিডিয়ায় BFI London Film Festival তাঁর উপস্থিতির ছবি শেয়ার করলেও, গর্ভাবস্থা নিয়ে অতিরিক্ত কোনো কথা উল্লেখ করেননি। ক্যাপশনে লিখেছেন, 'সিস্টার মিডনাইট ইউকে প্রিমিয়ার #lff2024'। ছবিগুলিতে তাকে রেড কার্পেটে চলচ্চিত্রের কাস্ট এবং ক্রুদের পাশাপাশি, এককী পোজ দিতেও দেখা গিয়েছে।
রাধিকার পরনে ছিল কালো অফ শোল্ডার মিডি ড্রেস, চুলে খোঁপা বাঁধা। অভিনন্দন ও শুভেচ্ছার বন্যায় ভরে গিয়েছে অভিনেত্রীর সেই পোস্ট। ‘ওএমজি!! তিনি গর্ভবতী’, লিখলেন একজন। আরেকজনের মন্তব্য, ‘আহ! প্রিমিয়ার এবং আপনার গর্ভাবস্থা, দুটোর জন্যই অভিনন্দন’। তৃতীয়জন লেখেন, ‘নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। শুভেচ্ছা রইল।’
কে রাধিকা আপ্তের স্বামী?
রাধিকা ২০১২ সাল থেকে ব্রিটিশ বেহালাবাদক এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। লন্ডন ও মুম্বইয়ের মধ্যে সময় ভাগ করে নেওয়া এই দম্পতি বিনোদন জগতে কাজ করলেও নিজেদের ব্যক্তিগত জীবনকে লো প্রোফাইল রাখতেই পছন্দ করেন। ২০১১ সালে তাদের দেখা হয়েছিল, যখন রাধিকা কনটেম্পোরারি ডান্স শেখার জন্য লন্ডনে ছিলেন এবং শীঘ্রই লিভ ইন শুরু করেছিলেন। ২০১৩ সালে সামাজিক অনুষ্ঠানের আগে, ২০১২ সালে তাদের একটি ছোট বিয়ে হয়েছিল।
রাধিকা আপ্তের কাজ
রাধিকা আপ্তেকে সম্প্রতি শ্রীরাম রাঘবন পরিচালিত এবং ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি অভিনীত মেরি ক্রিসমাস-এ একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে।
রাধিকার হাতে ওয়াইআরএফ এন্টারটেইনমেন্টের কিথি সুরেশের সঙ্গে রিভেঞ্জ থ্রিলার সিরিজ আক্কাও রয়েছে। সিরিজটি পরিচালনা করছেন নবাগত লেখক-পরিচালক ধর্মরাজ শেট্টি। অন্য দিকে, সিস্টার মিডনাইট' সিনেমার প্রথম প্রিমিয়ার চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে।