দিদি নম্বর ওয়ানের প্রতিটা পর্বেই থাকে নানান চমক। বিবাহযোগ্য পাত্র-পাত্রীদের পর এবার দিদি নম্বর ওয়ানে বরকে সঙ্গে নিয়ে হাজির হতে চলেছেন তারকারা। রচনা বন্দ্যোপাধ্যায়ের এই শোয়ের নতুন পর্বে থাকছেন কারা?
চ্যানেলের নতুন প্রোমো বলছে, এই পর্বে বর দ্বৈপায়ন ভৌমিককে নিয়ে থাকছেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। অভিনেত্রী স্ত্রী শম্পা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসছেন অভিনেতা সাগ্নিক চট্টোপাধ্যায়। শম্পা তাঁর সাগ্নিককে নিয়ে বলেন, ‘হাজব্যান্ড কম, বাবা বেশি।’ আবার অভিনেতা দ্রোণ ভট্টাচার্যের ডিটিটাল ক্রিয়েটর স্ত্রী বৃষ্টি ব্যানার্জি বলেন, ‘পত্নীনিষ্ঠ ভদ্রলোক তো একেবারেই নয়।’ এদিকে অভিনেতা শুভঙ্কর সাহা-কে 'বিয়ে পাগল'- এর তকমা দেন তাঁর স্ত্রী বনানী।
এদিকে বর দ্বৈপায়নকে নিয়ে কথা বলতে গিয়ে কাঞ্চনা বলেন, ‘ওর ফেভরিট প্লেস হলে দিঘা। এক সুন্দর রুম বুক করে নেন আর তারপর বলেন, উফ কী সুইমিং পুল! আচ্ছা সুমুদ্রে আমি সুইমিং পুল কী করব?’ কাঞ্চনার মুখে এমন কথায় হা হা করে হাসতে থাকেন রচনা বন্দ্যোপাধ্যায়।