
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দিনের আলো নিবে এল/ সুয্যি ডোবে-ডোবে। আকাশ ঘিরে মেঘ জুটেছে/ চাঁদের লোভে লোভে…এ পারেতে মেঘের মাথায়/ একশো মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে/ছেলেবেলার গান--।বিষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান।' চিনতে পারছেন কবিতার লাইগুলি?
হ্যাঁ, ঠিকই ধরেছেন, রবি ঠাকুরের ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতার লাইন এগুলি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই কবিতাটিই অনুরাগীদের সকলকে আবৃত্তি করে শোনালেন অপরাজিতা আঢ্য। শুধু কবিতাই নয়, কবিতা শেষে প্রচিলিত গান, 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান, শিবঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান' গানটিও গেয়ে শুনিয়েছেন অপরাজিতা। ভিডিয়োতে গোলাপি টপ, গলায় একটা নেকপিস আর খোলা চুলে দেখা যাচ্ছে অপরাজিতাকে। ভিডিয়োর ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, ‘পদ্য ধারায় মন হারালো…’।
অভিনেত্রী, নৃত্যশিল্পী অপরাজিতা আঢ্যকে তো সবাই চেনেন। এই ভিডিয়োর হাত ধরে আবৃত্তিকার, গায়িকা অপরাজিতার সঙ্গেও আরও একবার আলাপ হল নেটপাড়া। যদিও অপরাজিতা অবশ্য আবৃত্তির ভিডিয়ো আগেও পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিনি। মাঝে মধ্যেই সেখানে নানান ভিডিয়ো পোস্ট করতে থাকেন অভিনেত্রী।
সম্প্রতি পুরনো অ্যালবাম ঘেঁটে স্মৃতির পাতা থেকে রবীন্দ্রজয়ন্তী পালনের পুরনো কিছু ছবির কোলাজ ভিডিয়ো পোস্ট করেছিলেন অপরাজিতা। সঙ্গে স্মৃতিকথায় আবেগতাড়িত হয়ে লিখেছিলেন, ‘আমার সেই আদুরে মেয়েবেলা, অদূরে দাঁড়িয়ে আছে… ছোটবেলার রবীন্দ্রজয়ন্তী ঘিরে কত স্মৃতি; নাচের তালিম, গানের মহড়া… পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু একটু করে গড়ে তোলা প্রস্তুতির আনন্দ অবসর।। খুব মনে আছে এমনই এক রবীন্দ্রজয়ন্তীর দিন, অনুষ্ঠান চলতে চলতেই লম্বা একটা লোডশেডিং হলো! কিন্তু আমাদের শিশু মনের উদ্যমে সব প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে হারিকেন জ্বালিয়ে অনুষ্ঠান করলাম আমরা… এ যেন সে দিনের কথা… স্মৃতির সোনায় যত্নে রাখা আমার মেয়েবেলা, মনে পরে সেই সব দিন।’
নানান পোস্টের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে এভাবেই জুড়ে থাকেন অপরাজিতা। কাজের ক্ষেত্রে সম্প্রতি মানসী সিনহার পরিচালনায় 'এটা আমাদের গল্প' ছবিতে দর্শকদের মন কেড়েছেন অপরাজিতা। এরপর মানসী সিনহার পরের ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন'-এও অপরাজিতা থাকবেন বলেই জানা গিয়েছে।
তবে বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও সমান সফল অপরাজিতা আঢ্য। শেষবার তাঁকে ‘জল থই থই ভালোবাসা’তে দেখা গিয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports