বাংলা নিউজ > বায়োস্কোপ > 'গুমনামি দেখলাম, এবার...' কার্নিভালে প্রসেনজিতের কাছে বিশেষ আবদার মমতার, কী চাইলেন মুখ্যমন্ত্রী?
পরবর্তী খবর
'গুমনামি দেখলাম, এবার...' কার্নিভালে প্রসেনজিতের কাছে বিশেষ আবদার মমতার, কী চাইলেন মুখ্যমন্ত্রী?
1 মিনিটে পড়ুন Updated: 28 Oct 2023, 12:06 PM ISTSubhasmita Kanji
Prosenjit Chatterjee-Mamata Banerjee: কার্নিভালের মধ্যে দিয়েই উড়ে এল বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শেষ বার্তা। এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘক্ষণ একে অন্যের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। তখন মুখ্যমন্ত্রী ইন্ডাস্ট্রিকে কী বললেন?
কার্নিভালে প্রসেনজিতের কাছে বিশেষ আবদার মমতার
এবারের পুজো মাত্র ৫ দিনের মোটেই ছিল না। সেই মহালয়া থেকেই এবার মানুষজন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলেন। অবশেষে সেই অনুষ্ঠানের ইতি হল। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শেষ বার্তা দিল পুজো কার্নিভাল। রেড রোডে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ টলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের দেখা গিয়েছে। হাজির ছিলেন দেব, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, সহ অনেকেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নাচ করেন তেমনই একান্তে কথাও বলেন। ইন্ডাস্ট্রি বুম্বাদাকে কী বলেছিলেন তিনি?
কার্নিভালের মাঝে প্রসেনজিতের কাছে একটি বিশেষ আবেদন করে বসেন মুখ্যমন্ত্রী। তিনি জানান বুম্বাদা অভিনীত দশম অবতার দেখতে চান। এই দশম অবতার ছবিটি ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে। এখনও পর্যন্ত বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করে যাচ্ছে এই ছবি।
এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন 'দিদি খুব খুশি। উনি বেশ কয়েকদিন অসুস্থ থাকার দরুন বাড়িতেই ছিলেন। গুমনামি দেখেছেন তখন। আজ আমায় বললেন নেতাজির চরিত্রে খুব ভালো অভিনয় করেছ। এতদিন পর আমি দেখলাম ছবিটা। দশম অবতার নিয়েও অনেক কথা শুনছি, ভীষণ ইচ্ছে দেখার।'
তবে কেবল মমতা বন্দ্যোপাধ্যায় নন, কলকাতা পুলিশের একজন উর্দ্ধতন কর্তাও প্রসেনজিৎকে ফোন করেছিলেন তারিফ করতে। অভিনেতার কথায়, 'কলকাতা পুলিশের একজন অফিসার আমায় মধ্যরাতে ফোন করে বলেন এতদিন পর্দায় আমরা একজন সত্যিকারের পুলিশ অফিসারকে দেখলাম। আপনার শরীরী ভাষা, সংলাপ সবটাই যেন একেবারে বাস্তব। এটাই বাংলার পুলিশ। সৃজিতও এটাই চেয়েছিল, যাতে আমার চরিত্রটা কোনও হিরো না হয়ে যায়, বরং একজন সত্যিকারের পুলিশ হয়ে ওঠে।'
দশম অবতার ছবিটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও আছেন অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত, জয়া আহসান, প্রমুখ। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি আসলে ২২ এ শ্রাবণ এবং ভিঞ্চি দা ছবির প্রিক্যুয়েল। এই ছবিতে উঠে এসেছে প্রবীর পোদ্দার জুটি। সৃজিতের সঙ্গে জুটি প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, 'সৃজিতের সঙ্গে আমার কাজ কখনই মানুষ ফেলে দিতে পারেননি। কোনও ছবির প্রিক্যুয়েল করা সব থেকে কঠিন বলেই মনে হয়। সেই পুরোনো চরিত্রের আরও পুরনো অবতারকে ফিরিয়ে আনা তো সহজ নয়।'