বাংলা নিউজ > বায়োস্কোপ > Prosenjit Chatterjee: সিন্নি মেখেছেন প্রসেনজিৎ, অর্পিতা সাজিয়েছেন ঠাকুরের আসন! বুম্বাদার পুজোয় আর কী হল?
পরবর্তী খবর
রবিবারের লক্ষ্মী আরাধনা কোন তারকার বাড়িতে কেমন করে হল এখন শুধু সেটা নিয়েই আলোচনা। আসলে একে তো ছুটির দিন, তারওপর ধনদেবীর আরাধনা বড় করে করার সুযোগ পেয়েছে বাঙালি প্রায় বছর দুই পর। একটু বেশি মাতামাতি তো হবেই। আর তারপর যদি সোশ্যাল মিডিয়ায় এমন একটা ছবি ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় নিজের হাতে সিন্নি মাখছেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’, তাহলে আলোচনাটা আরও বেড়ে যায় বৈকি।
এক ছবিতে দুধসাদা কুর্তা-পাঞ্জাবিতে দেখা মিলল প্রসেনজিতের। পাশে অর্পিতা পরেছেন লাল রঙের শাড়ি। দম্পতি নিজেরাই হাত লাগিয়েছেন পুজোর কাজে। ঠাকুরের আসন সাজিয়েছেন অভিনেত্রী। আর প্রসেনজিৎ বেশ যত্ন নিয়ে ময়দা, দুধ, চিনি, রাবড়ি, সন্দেশ, কাজু, কিশমিশের মতো সুস্বাদু উপকরণ দিয়ে মাখছেন সিন্নি। আরও পড়ুন: ৬০খানা লুচি একাই ভেজেছে গুনগুন, লক্ষ্মীপুজোর ভোগে আর কী ছিল নীল-তৃণার বাড়িতে?