অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়া নীলম উপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ের বিষয়ে সীলমোহর দিয়েছেন। শুক্রবার, আংটি বদল ও হস্তাক্ষরের পর দম্পতির জন্য একটি অন্তরঙ্গ নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেই সময়ের কিছু ছবিও বিভিন্ন ভাবে প্রকাশ্যেও এসেছে। কিন্তু তখন তাঁরা বিবাহিত কিনা তা নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে সোমবার, নবদম্পতি তাঁদের বিয়ের বিষয়ে সকলকে জানিয়েছেন। অনুষ্ঠানের কিছু ছবি স্যোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে ভাগও করে নিয়েছেন।
তাঁদের আংটি বদলের অনুষ্ঠানে, নীলমকে একটি লাল ও সোনালি সালোয়ার স্যুটে দেখা গিয়েছিল। অন্যদিকে বর সিদ্ধার্থ বেছে নিয়েছিলেন একটি ক্রিম রঙের শেরওয়ানি। তাঁদের বিয়ের অনুষ্ঠানের ছবিগুলোতে দেখা যায় মা মধু চোপড়াকেও। অনুষ্ঠানের সময় বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি, কনের মাকে আলিঙ্গনও করেন।
আরও পড়ুন: ভাইয়ের বিয়েতে প্রিয়াঙ্কা যে নেকলেস ও ব্রেসলেট পরেছিলেন জানেন তার দাম? শুনলে মাথা ঘুরে যাবে
আংটি বদলের পর প্রিয়াঙ্কা দম্পতিকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছিলেন। মধুও তাঁর নতুন পুত্রবধূকে বিশেষ এই দিনে বিশেষ উপহার দিয়েছিলেন। সেই সমস্ত মুহূর্তের ছবি শেয়ার করে নীলম ক্যাপশনে লিখেছেন 'আমাদের পরিবার আমাদের ঘিরে রেখেছে... যাতে কোনও খারাপ, কোনও অশুভ কাছে না ঘষতে পারে।
নীলম তাঁর ও সিদ্ধার্থের কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'আমাদের ছোট্ট হস্তক্ষর (স্বাক্ষর) এবং আংটি বদলের অনুষ্ঠান।'
আরও পড়ুন: 'আসলে খুবই অসভ্য…' কপিল শর্মাকে নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন মুকেশ খান্না
সম্প্রতি ভারত সফরে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী তাঁর ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই দেশে এসেছেন। সিদ্ধার্থ চোপড়ার বিয়ের অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্তের ছবি প্রকাশ্যে এসেছে, আর সেখানেই দেখা গিয়েছে ভারতের ঐতিহ্যবাহী পোশাক শাড়িতে সেজে উঠেছেন দেশী গার্ল।
অভিনেত্রী শুক্রবার সকালে মুম্বই বিমানবন্দরে অবতরণ করেন, তার কিছু ঝলকও ক্যামেরাবন্দি করা হয়। প্রিয়াঙ্কা, মাত্র কিছু দিন হল হলিউডে তাঁর আসন্ন ছবি 'দ্য ব্লাফ'-এর কাজ শেষ করেছেন। বিমানবন্দরে তাঁকে একটি সাদা ক্রপড টপ সঙ্গে ম্যাচিং ট্র্যাক প্যান্টে দেখা গিয়েছিল।
প্রিয়াঙ্কা ছাড়াও সিদ্ধার্থের বিয়ের অনুষ্ঠানে তাঁদের তুতোবোন পরিণীতি চোপড়া এবং তাঁর স্বামী রাঘব চাড্ডাকেও দেখা গিয়েছিল। তাঁরাও সকলের সঙ্গে নীলম ও সিদ্ধার্থের বিশেষ অনুষ্ঠানের উদযাপনে মেতে উঠেছিলেন।
সিদ্ধার্থ এবং নীলম এপ্রিলে তাঁদের রোকা অনুষ্ঠান উদযাপন করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় খবরটি ভাগ করে তাঁরা লিখেছিলেন, 'জাস্ট রোকাফাইড।'