বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হতে চলেছেন। বিয়ের দু-বছরের মাথায় রাঘব চাড্ডা ও পরিণীতি নতুন সদস্য আগমনের সুখবর ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে। সোমবার এই তারকা দম্পতি ঘোষণা করেছেন যে তারা তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন।
সেই পোস্টের মন্তব্য বাক্সে অভিনন্দন বার্তার হিড়িক। তারকা থেকে ফ্যানস পিছিয়ে নেই কেউই। তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু পরিণীতির মিমি দিদি (প্রিয়াঙ্কাকে এই নামেই ডাকেন পরিণীতি)-র কমেন্ট দেখে ভ্রু কুঁচকাচ্ছেন অনেকেই। ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট বক্সে শুধুমাত্র কংগ্রাচুলেশন লিখেছেন প্রিয়াঙ্কা। অনেকেরই এই মন্তব্য দায় সারা ঠেকেছে।
প্রিয়াঙ্কার কাকার মেয়ে পরিণীতি। অভিনেত্রীর বিয়েতে সামিল হননি প্রিয়াঙ্কা। জানিয়েছিলেন কাজে ব্যস্ততার জেরেই হাজির হননি তিনি। এতে অবশ্য মন গলেনি নেটপাড়ার। এদিন প্রিয়াঙ্কার মন্তব্য দেখে অনেকেরই প্রশ্ন, ‘আপনিও কি তবে নেটমাধ্যেই জানলেন মাসি হওয়ার খবর?’ কেউ বললেন, ‘মাসি হচ্ছেন, আর এমন সাদামাটা প্রতিক্রিয়া?’
এদিন পরিণীতিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা। ডিজাইনার তথা নতুন মা মাসাবা গুপ্তা লিখেছেন, ‘পার্টিতে স্বাগতম। (লাল হৃদয়ের ইমোজি) অভিনন্দন। নেহা ধুপিয়াও একই বার্তা রেখে লিখেছেন, ‘অভিনন্দন... জীবনের সেরা পর্যায়’। অনুপম খের, ভূমি পেডনেকর, টিনা দত্ত, নিমরত কৌর এবং অন্যান্যরাও পোস্টের নীচে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। সোমবার পরিণীতি ও রাঘব ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টে ঘোষণা করেছিলেন যে তারা তাদের প্রথম সন্তানকে শীঘ্রই স্বাগত জানাতে চলেছেন। এটি শেয়ার করে তারা লিখেছে, ’আমাদের ছোট্ট মহাবিশ্ব ... আসছে…. অপরিমেয় আশীর্বাদধন্য।' তারা যে ছবিটি শেয়ার করেছেন তা হ'ল একটি সাদা-সোনালি কেকের যার উপরে ১+১= ৩ লেখা রয়েছে, সাথে শিশুর পায়ের নকশা। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পরিণীতি ও রাঘব মিষ্টি করে হাত ধরে একটি পার্কে হাঁটছেন।
২০২৩ সালের মার্চ মাসে, গুজব ছিল যে পরিণীতি এবং রাঘব ডেটিং করছেন, যদিও প্রেমপর্ব নিয়ে চুপ ছিলেন দুজনেই। একই বছরের মে মাসে নয়াদিল্লির কাপুরথালা হাউসে তাদের বাগদান হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে গাঁটছড়া বাঁধেন এই জুটি। রাঘব এই মাসের শুরুতে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে ইঙ্গিত দিয়েছিলেন যে তারা শীঘ্রই একটি সন্তানের জন্ম দেবেন এবং বলেছিলেন, ‘আমরা শীঘ্রই আপনাকে সুসংবাদ দেব!’ পরিণীতিকে শেষ দেখা গিয়েছিল ইমতিয়াজ আলির নেটফ্লিক্স ছবি 'অমর সিং চমকিলা'-তে, যেখানে তিনি অমরজোত কৌরের চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন দিলজিৎ দোসাঞ্জ, যা ইতিবাচক সাড়া পেয়েছিল। আগামিতে সিদ্ধার্থ পি মালহোত্রা ও স্বপ্না মালহোত্রা প্রযোজিত এবং রেনসিল ডি'সিলভা পরিচালিত নেটফ্লিক্স ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে।