চলে গেলেন বাংলার অন্যতম খ্যাতনামা কুইজ মাস্টার। তাঁর প্রয়াণে গভীর ভাবে শোকপ্রকাশ করলেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। কী লিখলেন তিনি?
আরও পড়ুন: 'নিজেকে ভাঙছে, কী এক্সপ্রেশন!' অনুপমের গান শুনতে গিয়ে দেবের অভিনয়ে 'পাগলু' হলেন মননশীল বাঙালি
শোকপ্রকাশ করে কী লিখলেন প্রতিম?
প্রতিম এদিন কৃষ্ণেন্দু বণিকের একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি শোকজ্ঞাপন করে লেখেন, 'গতকাল কৃষ্ণেন্দু বণিক চলে গেলেন। আমার স্কুল জীবনের সময় থেকে উনি নিয়মিত কুইজ পরিচালনা করে আসছেন। বিভিন্ন স্কুল, কলেজ এবং কর্পোরেট জগতের কুইজ পরিচালনা করতেন তিনি। যখন ডেরেক ও ব্রায়েন একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন, রাজত্ব করছেন কলকাতার কুইজ দুনিয়ায় তখন কৃষ্ণেন্দু বণিক নিজের একটা ব্র্যান্ড তৈরি করল কুইজ ফ্র্যাটারনিটিতে।'
আরও পড়ুন: সোমবার সকলেই রটে ভুয়ো মৃত্যুর খবর, এখন কেমন আছেন মনোজ মিত্র? কী জানালেন অভিনেতার জামাই?
এদিন প্রতিম আরও লেখেন, 'আমাদের বহু বছর কোনও যোগাযোগ ছিল না যতদিন না উনি আবার মেসেঞ্জারে আমায় মেসেজ করেন। করোনার সময় আমাদের আবার যোগাযোগ স্থাপন জয়। উনি ভীষণ আন্তরিক এবং সাপোর্টিভ ছিলেন। আমার অনেক পোস্টে উনি মন্তব্য করেছেন। কৃষ্ণেন্দু বণিক আপনাকে খুব মিস করব।'
প্রসঙ্গত কৃষ্ণেন্দু বণিক কেবল একজন কুইজ মাস্টার ছিলেন না। তিনি একই সঙ্গে একজন আর জেও ছিলেন।
অনেকেই প্রতিম ডি গুপ্তর পোস্টে সমবেদনা জানিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার আকস্মিক এই মৃত্যুর খবর পেয়ে চমকে উঠেছেন। কাউকে আবার স্মৃতিচারণা করতেও দেখা যায়।
আরও পড়ুন: 'ক্রোকোডাইলও ভালো কিন্তু...' কুমিরের মাংস খান সৃজিত! তবে সবচেয়ে পছন্দের রেডমিট কোনটা পরিচালকের?