২ মার্চ শনিবার বিয়ে করতে চলেছেন অনুপম রায় আর প্রশ্মিতা পাল। টলিউডের এই দুই গায়কের সুরেলা সফর নিয়ে উন্মেদনা তুঙ্গে। যদিও বিয়ের সব অনুষ্ঠান তাঁরা খুব ব্যক্তিগতই রাখছেন।
শনিবার রেজিস্ট্রি করে বিয়ে করছেন অনুপম রায় ও প্রশ্মিতা পাল।
শনিবার ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনুপম রায় আর প্রশ্মিতা পাল। তাঁদের সম্পর্কের শুরুটা কাজের সূত্রে হলেও, মন মিলে গিয়েছে হঠাৎই। ভালোবেসে ফেলেছেন একে-অপরকে। দুজনেই একসময় বেরিয়ে এসেছেন ব্যর্থ বিয়ে থেকে। তবে সেসব এখন অতীত। এখন শুধু একে-অপরকে পাওয়ার পালা।
খবর রয়েছে, দক্ষিণ কলকাতার একটি ক্লাবে বসবে গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায় এবং গায়িকা প্রশ্মিতা পালের বিয়ের আসর। তবে হিন্দু রীতি অনুসারে, বিয়ে করছেন না। বরং রেজিস্ট্রি ম্যারেজ করছেন দুজনে।
বিয়েতে খাঁটি বাঙালি সাজ থাকবে প্রশ্মিতার। লাল রঙের বেনারসি পরবেন বলে আগেই জানিয়েছিলেন। মেনুতেও থাকবে বাঙালি পদ। নতুন জীবনে পা রাখার আগে আশাবাদী তাংর মন। টিভি নাইনবাংলাকে হবু কনে বিয়ের সকালে জানালেন, ‘আজ থেকে আমরা একটা নতুন জীবন শুরু করতে চলেছি। আশা করি সব ভাল হবে। আমরা দুজনেই খুবই আশাবাদী যে, শেষ পর্যন্ত সব ভালো হবে।’
অভিনেত্রী কোয়েল মল্লিক অভিনীত ‘হাইওয়ে’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অনুপম-প্রশ্মিতা। সেখান থেকে আলাপটা কাজের সূত্রে হলেও, ধীরে ধীরে গড়ায় বন্ধুত্বে। গায়িকা জানিয়েছেন, আলাদা করে একে-অপরকে প্রপোজ করারও দরকার পড়েনি। ভালো বন্ধুর মনের কথাটা বুঝে ফেলেছেন তাঁরা। আর যখন বুঝলেন, এবার একসঙ্গে থাকার জন্য তৈরি নিয়ে ফেলেছেন বিয়ের সিদ্ধান্ত।
২০২১ সালেই অনুপম রায়ের দ্বিতীয় বিয়ে ভাঙে পিয়া চক্রবর্তীর সঙ্গে। পিয়া ছিলেন পেশায় সমাজকর্মী। অনুপমের সঙ্গে স্টেজও শেয়ার করেছেন বেশ কয়েকবার। একসঙ্গে গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন তাঁরা। তবে সেই সুরেলা সফর ভেঙে যায় করোনা পরবর্তী সময়ে। ২০২৩ সালের শেষে পিয়া বিয়ে করেছেন গায়ক পরমব্রত চট্টোপাধ্যায়কে। আর প্রাক্তন স্ত্রীর বিয়ের মাস তিনের মধ্যেই পিঁড়িতে অনুপম।
পিয়া অবশ্য প্রাক্তন জীবনসঙ্গীকে বিয়ের শুভেচ্ছা জানাতে ভোলেননি। তিনি জানান, ওরা একসঙ্গে আছে আমি জানতাম। আসলে আমাদের কাজের জায়গাটা এক তো! অনেক শুভেচ্ছা দুজনকে। বর্তমানের প্রাক্তনের নতুন জীবনের শুভেচ্ছা এসেছে পরমব্রত চট্টোপাধ্যায়ের থেকেও।