1 মিনিটে পড়ুন Updated: 12 May 2023, 11:08 AM ISTTulika Samadder
প্রেমে হাবুডুবু খাচ্ছেন গীতশ্রী আর প্রবীর। যার ছাপ পড়ল সোশ্যাল মিডিয়াতেও। প্রেমিকার উপরে কী কারণে অভিমান হল ফুটবলার প্রেমিকের?
গীতশ্রী-প্রবীর। (ছবি-ইনস্টাগ্রাম)
ফুটবলার প্রবীর দাস ও অভিনেত্রী গীতশ্রী রায়ের প্রেম নিয়ে এখন চলছে জোর চর্চা। দিনকয়েক আগেই প্রেমে শিলমোহর এসেছে গীতশ্রীর তরফে। তা এরই মাঝে কী নিয়ে অভিমান হল প্রবীরের?
‘মন ফাগুন’-এর নায়িকা বেস্ট ফ্রেন্ড সৃজলা গুহর সঙ্গে একটি ছবি শেয়ার করেন গীতশ্রী ইনস্টাগ্রামে। আর তার ক্যাপশনে লেখেন, ‘বন্ধুত্ব মানে কখনোই এটা নয় যে কতদিনের পরিচয়। বরং কে এসেছিল আর ছেড়ে চলে যায়নি’। কোনও এক শপিং মলে আউটিংয়ে গিয়েছিলেন দুই বন্ধুতে। তবে ভুল ভাঙল প্রবীরের কমেন্টে। তিনিও ছিলেন তাঁদের সঙ্গে। এমনকী ফোটোটাও তাঁরই তোলা। তাই তো কমেন্টে এসে লিখলেন, ‘একটা ধন্যবাদও পেলাম না’!
প্রেমিকের এই অভিমান ভরা ম্যাসেজের জবাবও দিলেন গীতশ্রী। লিখলেন, ‘বেবি, তুমি ভাগ্যবান যে আমাদের ছবি তুলতে পেরেছ।’ ব্যস, প্রেমিকার কাছে জব্দ। জবাবে ফুটবলার লিখলেন, ‘সত্যিই খুব লাকি।’ সঙ্গে একটা হার্ট ইমোজি।
গীতশ্রীর পোস্টে প্রবীরের কমেন্ট।
গত বছর ডুরান্ড কাপের ফাইনালে গীতশ্রী এবং প্রবীরের ঘনিষ্ঠতা প্রথম নজরে আসে। কলকাতায় ফাইনাল জিতে সেই জয় গীতশ্রীকে উৎসর্গ করেছিলেন প্রবীর। ম্যাচ জেতার পর একসঙ্গে পার্টিও করতে দেখা গিয়েছে তাঁদের। ছোট থেকেই ফুটবল ভক্ত গীতশ্রী। প্রবীরের সমর্থনে মাঠেও হাজির ছিলেন তিনি।
তবে প্রবীরের একটা অতীত আছে। যদিও সবটা জেনেই শক্ত করে হাতটা ধরেছেন গীতশ্রী। দীর্ঘদিনের প্রেমিকা তনুশ্রীকে ২০১৬তে বিয়ে করেছিলেন ফুটবলার। বিয়ের কিছুদিন পরেই ফুটবলার স্বামীর নামে গার্হস্থ্য হিংসার অভিযোগ করেন তনুশ্রী। সেই সময় তা নিয়ে কম জলঘোলা হয়নি। আদালত পর্যন্ত গড়িয়েছিল সেটা।
প্রবীর দাসের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা নিয়ে কিছুদিন আগে মুখ খুলেছিলেন গীতশ্রী দাস। বলেছিলেন, প্রবীরের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তা কোনওটাই প্রমাণিত হয়নি। তাঁর কথায়, প্রবীর ভালো মানুষ। ওঁর অতীত নিয়ে তিনি তাই কোনও কথা শুনতে রাজি নন। গীতশ্রী এটাও জানান, ঘটা করেই বিয়ে করার ইচ্ছে আছে তাঁদের। তবে আপাতত দুজনেই কাজ নিয়ে ব্যস্ত। বিয়ের পর একসঙ্গে অনেক ঘুরতে চান বলেও জানিয়েছিলেন।