কিছু মাস আগেই জানিয়েছেন যে তাঁদের সংসার বড় হতে চলেছে। দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। ২০২৫ সালেই ভূমিষ্ট হবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর প্রথম সন্তান। তার আগে হবু মায়ের কেমন যত্ন নিচ্ছেন পরম?
আরও পড়ুন: ‘বাবুর মা’য়ের নামে নিন্দে করে বেড়াচ্ছেন কিছু মানুষ! অরিজিতা বললেন, 'অপমান করছি...'
কী জানালেন পিয়া?
এদিন পিয়া চক্রবর্তী এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ব্যস্ততার মধ্যেও পরমব্রত তাঁর দারুণ যত্ন রাখছেন। সমাজসেবী, তথা গায়িকার কথায়, 'ব্যস্ততার মধ্যেও ও আমার শরীর মনের খেয়াল রাখছে।' তিনি এদিন এও জানান যে তাঁরা আগের মতোই এখনও গল্পগুজব সহ ভবিষ্যতের পরিকল্পনা সবটাই করছেন। ব্যস্ততার মাঝেও স্ত্রীকে সময় দিতে ভুলছেন না যে পরম সেটা এদিন স্পষ্ট করে দেন।
পিয়া এদিন এও জানান যে তিনি একদম ফিট আছেন। তাই ঘরের খাবার খাচ্ছেন। পুষ্টিকর খাবারেই মন দিয়েছেন। আগে একটা ক্রেভিং তৈরি হলেও এখন সেটা নেই বলেই পরমপত্নী জানিয়েছেন। কিন্তু কিসের ক্রিভিং? পাপড়ি চাট। ঘরোয়া খাবার, নিয়মিত অফিস, মানসিক চিন্তা, উত্তেজনা কমিয়ে এবং দুই পোষ্যকে নিয়ে বর্তমানে তিনি বেশ ব্যস্তই আছেন। মাতৃত্বকালীন ছুটিতে তিনি তখনই যাবেন যখন তাঁর মনে হবে 'আর পারছি না।'
আরও পড়ুন: শিশুদের সঙ্গে রং খেললেন রচনা, বাড়িতে পোষ্যদের সঙ্গেই হইচই মিমির! দোলে কী করলেন মানালি?
পরম এবং পিয়ার সন্তান আসার খবর
কিছু মাস আগেই পরমব্রত এবং পিয়া যৌথ ভাবে একটি পোস্ট করে তাঁদের সন্তান আসার খবর জানান। লেখেন, 'ভ্যালেন্টাইন পার্টিতে একটু দেরি হয়ে গেল.. কারণ আমরা এটা নিয়ে ব্যস্ত ছিলাম। এরপর দুই পোষ্যের ছবি দিয়ে ৪টি লাইনে লিখেছেন, ১. এই আমরা, ২. এই আমাদের বড় সন্তান নিনা ৩. তারপর গত বছর বাঘা এসেছিল, ৪. আমাদের ভালোবাসার বুদবুদ ক্রমশ বেড়ে উঠছে, শীঘ্রই এই দলে যোগদান করবে একজন মানুষ!।' জানা গিয়েছে আর তিন সাড়ে তিন মাসের অপেক্ষা, তারপরই তাঁদের সন্তান আসছে।