টলিভিশনের পর্দায় কখনও তাঁরা মা, আবার কখনও কাকিমা। শাড়িতেই তাঁদের দেখতে অভ্যস্ত দর্শকরা। তবে স্যোশাল মিডিয়ার দৌলতে এখন রিল লাইফ ছাড়াও রিয়েল লাইফের নানা ঝলকও এসে পড়ে অনুরাগীদের সামনে। অভিনেতা অভিনেত্রীরাই তাঁদের নানা মুহূর্তের ভিডিয়ো, ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তার সঙ্গে নতুন সংযোজন রিল। আর এবার এক নাচের রিল দেখে অর্পিতা মুখোপাধ্যায় ও ময়না বন্দোপাধ্যায়ে উপর বেজায় চটলেন নেটিজেনরা।
ময়না ও অর্পিতাকে বর্তমানে কথা ধারাবাহিকে দেখা যাচ্ছে। ময়না ‘কথা’র নায়ক 'এভি'-এর মায়ের চরিত্রে অভিনয় করছেন আর অর্পিতা রয়েছেন 'এভি'-এর কাকিমার ভূমিকায়। মেগায় ময়নার চরিত্র একজন ঘরোয়া, স্নেহময়ী নারী। সে তাঁর সন্তান ও পরিবারকে খুব ভালোবাসে, সংসার সামলে রাখে এমন চরিত্র। অন্যদিকে, অর্পিতার চরিত্রের নাম 'চিত্রা'। সে মেগায় নানা ষড়যন্ত্র করলেও আদতে সে ধারাবাহিকে গুহ বাড়ির মেজ বউ। সবটা মিলিয়ে চরিত্র অনুযায়ী তাঁদের সাজটাও সাবেকি। মূলত শাড়িতেই দেখা যায় তাঁদের। আর তাঁদের পর্দায় দেখে তেমনই একটা ছবি গেঁথে গিয়েছে দর্শকদের মনে। সেই ছবির পরিবর্তন হতেই চোটে লাল নেটিজেনরা।
আরও পড়ুন: সুদীপের সঙ্গে বিচ্ছেদের পর বড় সিদ্ধান্ত পৃথার! সমাজমাধ্যমে বদলালেন নাম! কেন?
ব্যাপার কী ঘটেছে? তা এবার একটু খোলসা করে বলা যাক। বুধবার সমাজমাধ্যমের পাতায় ময়না একটি রিল পোস্ট করেন। সেখানে তাঁকে ও পর্দার 'চিত্রা গুহ' অর্পিতাকে একটি গানে নাচ করতে দেখা যায়। এই ভিডিয়োয় অর্পিতার পরনে ছিল নীল টি-শার্ট ও হট প্যান্ট। অন্যদিকে, ময়না পরেছিলেন কালো রঙের ক্রপ টপ ও সাদা মিনি স্কার্ট। তাঁরা 'রব নে বানাদি জোরি' ছবির 'ডান্স পে চান্স মারলে' গানে নাচ করছিলেন। আর তা দেখেই ক্ষেপে লাল নেটিজেনরা। বলা ভালো তাঁদের পোশাক দেখে নেটিজেনরা রেগে যান।
ভিডিয়োর কমেন্টবক্সে ধেয়ে আসে না না কটূক্তি। একজন লেখেন, ‘আপনাদের টিভির পর্দায় মা, জেঠি, পিসি এসব চরিত্রে দেখে আমরা অভ্যস্ত। ওভাবেই আমরা আপনাদের ফ্যান। টিভি পর্দায় আপনাদেরকে দেখলে মন থেকে মা, কাকি, পিসি এই ভক্তি চলে আসে। কিন্তু যখন আপনাদের এই খোলামেলা লুকে দেখি বড্ড অস্বস্তি হয়।বেমানান লাগে। সত্যি বলছি বাঙালি নারীদের সুন্দর করে শাড়ি পরলে যতটা সুন্দর, রুচিশীল মনে হয় অন্য কোনও পোশাক তার ধারে কাছেও যায় না।’ আর একজন লেখেন, ‘জঘন্য। নিজেদেরকে একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখে না।’
আরও পড়ুন: তিনবার ভেঙেছে সম্পর্ক! ‘এক রকম হয় না…’, এখনও বিয়েতে বিশ্বাস রাখেন শ্রাবন্তী
আর এক নেটিজেন লেখেন, ‘বুড়ি মহিলাদের বুড়ো বয়সে ভীমরতি ধরছে মনে হয়।’ আর একজন মন্তব্য করেন, ‘টাকা যত বেশি হবে, পোশাক ততই ছোট হবে, এদেরকে কী জঘন্য লাগছে এই পোশাকে।’ আর একজন লেখেন, ‘খুব খারাপ লাগছে, দয়া করে পোশাকটা একটু ভালো পড়লে খুব ভালো হত।’ আর এক জন লেখেন, ‘বয়সে ছোট মেয়েদের সঙ্গে কাজ করতে করতে ওঁরা নিজেকে ছোট মনে করে মাঝে মাঝে।’