
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আর জি কর কাণ্ড নিয়ে প্রথম নিয়ে থেকে সরব পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। নির্যাতিতা তরুণীর বিচার চেয়ে ১১ বছরের ছেলের হাত ধরে পথেও নেমেছেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী। ৯ই অগস্টের সেই নৃশংস ঘটনা নিয়ে ফেসবুকের দেওয়ালে হামেশাই মন্তব্য করতে দেখা যাচ্ছে পিঙ্কিকে।
এর আগেও মমতা-সরকারকে কটাক্ষ করে প্রশ্নের মুখে পড়েছেন পিঙ্কি। এবার পরোক্ষে মমতা-কে নিয়ে মিম শেয়ার করে বিদ্রুপের মুখে পড়লেন কাঞ্চনের দু-নম্বর স্ত্রী। বুধবার নিজের ফেসবুকের দেওয়ালে একটি মিম ভাগ করে নেন পিঙ্কি। তাতে লেখা রয়েছে-'ছোটবেলায় আমরা বলতাম ‘পাখি পাকা পেঁপে খায়, কিংবা জলে চুন তাজা, তেলে চুল তাজা… সে সব এখন অতীত। বাজারে এলো নতুন টাং টুইস্টার- ‘সিপি ছাড়া পিসি যেন ছিপি হারা শিশি’, সবাই বলার চেষ্টা করুন'।
সেই পোস্ট শেয়ার করলেও কোনও মন্তব্য করেননি পিঙ্কি। নেটিজেনদের একাংশ এটার মজা লুটলেও অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভের অন্যতম দাবি ছিল কলকাতা পুলিশ কমিশনা বিনীত গোয়েলের অপসরণ। সোমবার রাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর সেই দাবি মেনে নেন মুখ্যমন্ত্রী। সেই ঘটনাকে ইঙ্গিত করেই এই মিম, দাবি নিন্দকদের।
পিঙ্কির শেয়ার করা মিমের কমেন্ট বক্সে একজন পালটা লেখেন, ‘আপনার হাসবেন্ড আপনাকে ছেড়ে গেলো এবং তিনি দিদির দল করে বলে আপনি দিদি কে অসন্মান করছেন? হতাশার বহিঃপ্রকাশ আপনার। মনে রাখবেন দিদিও একজন নারী।’ আরেকজন লেখেন, ‘না, সবাই বলবে না… কারণ জানে.. আপনারা বিচার চাইতে গিয়ে… কোন আন্দোলন আর কোন দাঙ্গা ছড়ানোর চেষ্টা করছেন। আগে এক কাজ করুন।। আপনার প্রাক্তন এর কাছে গিয়ে ওনার মাথার ঠিক করেন।। কারণ উনি দলটা-কে নষ্ট করে দিচ্ছেন।’
এর আগে ‘নবান্ন অভিযান’ নিয়ে মমতা সরকারকে প্রশ্ন করায় কটাক্ষের মুখে পড়তে হল পিঙ্কিকে। কাঞ্চনের উপর রাগ থেকেই পিঙ্কির দিদিকে আক্রমণ, ধারণা একটা বড় অংশের। একজন সেই সময় লিখেছিলেন, ‘এগুলো পিঙ্কি বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে কাঞ্চন মল্লিককে অ্যাটাক করছে’। জবাবে কাঞ্চনের প্রাক্তন লেখেন, ‘দয়া করে এই ভীষণ সময়ে ফালতু কমেন্ট করবেন না’। প্রাক্তন স্বামী শাসক দলের বিধায়ক বলেই রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছেন পিঙ্কি, এ হেন অর্থহীন অভিযোগ মানতে না-রাজ অভিনেত্রী।
আরজি কর কাণ্ডের মাঝে জুনিয়র ডাক্তারদের বেতন-বোনাস নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান কাঞ্চন। এরপর ভিডিয়ো বার্তায় ক্ষমাও চাইতে হয় তৃণমূল বিধায়ককে। এই ঘটনার পর অপমানিত হয়ে টলিউডের বহু শিল্পী রাজ্য সরকারি পুরস্কার ফেরান। তারপর থেকেই লাইমলাইট থেকে দূরে কাঞ্চন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports