বাংলা নিউজ > বায়োস্কোপ > Varun-Natasha: সাধ খেলেন নাতাশা, পাপারাৎজিদের জন্যও গোলাপি প্যাকেটে বন্দী উপহার পাঠালেন বরুণ, কী ছিল সেই বাক্সে?
পরিবারে আসছে নতুন অতিথি, প্রথমবার বাবা-মা হতে চলেছেন বরুণ-নাতাশা। আর তার আগে ২১ এপ্রিল সাধ খেলেন নাতাশা দালাল। ঘটা করে আয়োজিত হয়েছিল নাতাশার বেবি শাওয়ার। সেখানে আমন্ত্রিত ছিলেন বলিপাড়ার অনেকেই। সেই অনুষ্ঠানের ভিডিয়ো ইতিমধ্যেই নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে।
খুব স্বাভাবিকভাবেই বরুণ-নাতাশার এই অনুষ্ঠান ঘিরে হাজির হয়েছিল পাপারাৎজি। এদিন পাপারাৎজির জন্য বরুণ-নাতাশার তরফে দেওয়া হয় বিশেষ উপহার। গোলাপি ব্যাগে সুন্দরভাবে প্যাক করা ছিল সেগুলি। উপহার পেয়ে এবং বরুণ-নাতাশার সুন্দর ব্যবহারে বেশ খুশি ছিলেন চিত্র সাংবাদিকরা। কিন্তু কী ছিল এই উপহারের বাক্সে? সেকথা অবশ্য পাপারাৎজির তরফে প্রকাশ্যে আনা হয়নি।