গত ২০শে অগস্ট ফুটফুটে পুত্র সন্তানের মা হয়েছেন সোনম কাপুর। অবশেষে শুক্রবার হাসপাতাল থেকে ছুটি পেলেন নতুন মা। নাতির আগমনকে ঘিরে এদিন সকাল থেকেই সাজোসাজো রব অনিল কাপুরের বাংলোয়। বেলুন, ফুল-মালায় সেজে উঠেছে গোটা বাড়ি। এদিন দুপুরে ছেলেকে নিয়ে ঘরে ফিরলেন সোনম। পাপারাৎজিদের ক্যামেরায় সেই ছবি বন্দি হয়েছে।
এদিন গৃহে প্রবেশের আগে রীতি মেনে মা-ছেলের আরতি করা হল। দরজার ফাঁক দিয়ে সেই ছবি ক্যামেরাবন্দি করেছে ছবি শিকারিরা। সোনমের নাম ধরে চিৎকার করতে সবার উদ্দেশে ঘুরে তাকান নতুন মা, হাত নেড়ে শুভেচ্ছা বিনিময়ও করেন। এদিন সোনম ও তাঁর স্বামী আনন্দ আহুজা দুজনকেই দেখা গেল সাাদ পোশাকে। স্ত্রীকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসেন আনন্দ। আরও পড়ুন-‘দাদু ডাক পছন্দ হবে না অনিল কাপুরের’, সোনমের ছেলে হওয়ার পর মন্তব্য করণের
সোনম বাইরে এসে ক্যামেরার জন্য পোজ না দিলেও অনিল কাপুর ও তাঁর জামাই আনন্দ আহুজা পাপারাৎজিদের জন্য গেটের বাইরে আসেন, তাও প্যাকেট ভর্তি মিষ্টি নিয়ে। হাত জোড় করে সবার সঙ্গে অভিবাদন বিনিময় করতে দেখা গেল অনিল কাপুর ও আনন্দ আহুজাকে। নাতি হওয়ার আনন্দে আত্মহারা অনিল কাপুর। বাইরে বাইরে পাহারারত পুলিশকর্মীদের সঙ্গে হাত মেলান অনিল কাপুর, তুলে দেন মিষ্টির প্যাকেট।