বাংলা নিউজ > বায়োস্কোপ > Shubman-Sara: বিশ্বকাপে শুভমন-সারাতেই মন ক্যামেরাম্যানের, কাণ্ড দেখে নেটিজেনরা বলছেন, 'আগে অ্যাওয়ার্ড শো-তে কাজ করত...'
পরবর্তী খবর
Shubman-Sara: বিশ্বকাপে শুভমন-সারাতেই মন ক্যামেরাম্যানের, কাণ্ড দেখে নেটিজেনরা বলছেন, 'আগে অ্যাওয়ার্ড শো-তে কাজ করত...'
1 মিনিটে পড়ুন Updated: 15 Nov 2023, 04:15 PM ISTSubhasmita Kanji
Shubman Gill-Sara Tendulkar: ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে শুভমন গিল যখনই একটি করে বাউন্ডারি মারছেন তখনই জায়েন্ট স্ক্রিনে সারা তেন্ডুলকরকে দেখানো হচ্ছে। এটা দেখে ভারী মজা পেয়েছেন নেটিজেনরা। কে কী লিখছেন?
বিশ্বকাপে শুভমন-সারাতেই মন ক্যামেরাম্যানের, কাণ্ড দেখে নেটিজেনরা বলছেন
বিশ্বকাপের ম্যাচেও প্রেমের ছোঁয়া! ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচে কী এমন ঘটল সারা তেন্ডুলকর এবং শুভমন গিলের মধ্যে যে হেসে হেসে কূলকিনারা পাচ্ছেন না নেট নাগরিকরা? না না, তেমন কিছুই নয়। শুভমন যতবার ছক্কা হাঁকাচ্ছেন বা চার মারছেন ততবার ক্যামেরাম্যান সারা তেন্ডুলকরের উপর ক্যামেরা ফোকাস করছেন।
এদিন ভারত আগে ব্যাট করতে নামে। মাঠে নেমে শুভমন গিল যতবার চার বা ছয় মারছেন ততবার জায়েন্ট স্ক্রিনে সারা তেন্ডুলকরকে দেখানো হচ্ছে। এমনই ভারতের ম্যাচ থাকলে দর্শকরা সেখানে গিয়ে গিলের সঙ্গে মজা করেন। 'হামারি ভাবি ক্যায়সি হো সারা ভাবি জ্যায়সি হো' বলে স্লোগান দিতেও দেখা যায়। তাই এদিন যখন বারবার সারাকে দেখানো হচ্ছিল তখন সবাই সেটা দেখে ভারী মজা পেয়েছেন।
এক ব্যক্তি মশকরা করে লেখেন, 'এখানে যে ক্যানেরম্যান কাজ করছেন তিনি আগে ফিল্মফেয়ারে কাজ করতেন। তখন স্টেজে অমিতাভ বচ্চন উঠলেই রেখাকে দেখাতেন। আর এখন শুভমন বাউন্ডারি হাঁকালেই সারাকে দেখাচ্ছেন।'