হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্টানকোভিচের ডিভোর্স জল্পনা মাথাচাড়া দিয়েছিল সপ্তাহ খানেক আগেই। এবার এ ইতারকা দম্পতিকে নিয়ে সামনে আসছে চাঞ্চল্যকর অভিযোগ! ডিভোর্সের জল্পনা নাকি ছিল পাবলিসিটি গিমিক! হ্যাঁ, আইপিএলে ব্যর্থতা ঢাকতে ডিভোর্স অস্ত্র ব্যবহার করেন হার্দিক, এমনটাই দাবি নিন্দকদের। আরও পড়ুন-বিয়ের আগে অন্তঃসত্ত্বা মেয়ে, দু-বছর পর হার্দিক ও নাতির মুখ দেখেন নাতাশার বাবা-মা!
আইপিএল মিটতে না মিটতেই নাতাশা তার ইনস্টাগ্রাম বায়ো থেকে পান্ডিয়া পদবি সরিয়ে ফেলেছিলেন, সেই থেকেই শুরু ডিভোর্স চর্চা। এরপর হার্দিকের সঙ্গে নিজের বিয়ের ছবিও ইনস্টাগ্রামের দেওয়াল থেকে উড়িয়ে দেন নাতাশা। পাপারাজ্জিরা তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলেও তিনি কোনও ব্যাখ্যা দেননি, বরং বিদেশি বন্ধুর সঙ্গে ফুরফুরে মেজাজে লেন্সবন্দি হতে ডিভোর্স জল্পনায় হাওয়ায় দিয়েছিলেন। হার্দিকের সঙ্গে বিয়ের ছবিগুলো ইনস্টাগ্রামে আগেই 'আন-অ্যাকাইভ' করেছেন নাতাশা, অভিনেত্রীর সাম্প্রতিক পোস্ট বুঝিয়ে দিল তাঁর সুখী দাম্পত্যে মোটেই চিড় ধরেনি, ডিভোর্স তো দূর অস্ত!