
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ঠিক প্রাককালে প্রকাশ্যে আনা হয় এবারের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। সেখানেই জানা যায় এবার আরও ১৬ জনের সঙ্গে পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন কাবুলিওয়ালা, থুড়ি মিঠুন চক্রবর্তী। এই তালিকায় এবার বাংলার বহু মানুষের নাম জ্বলজ্বল করছে। মিঠুন চক্রবর্তী ছাড়াও এখানে আছে ঊষা উত্থুপের নাম। এবারের এই পদ্ম পুরস্কার পাচ্ছেন যাঁরা তাঁদের তালিকা প্রকাশ্যে আসার পরই নিজের মনের কথা প্রকাশ্যে আনলেন মিঠুন চক্রবর্তী।
এবারের পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হবেন মিঠুন চক্রবর্তী। সেই খবর জানার পরই নিউজ ১৮কে দেওয়া একটি সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা জানান, 'আমি ভীষণ গর্বিত এই পুরস্কার পাওয়ার জন্য, ভীষণ আনন্দিতও আমি। আমি জীবনে আজ পর্যন্ত কখনও কারও থেকে কিছু চাইনি। আর কিছু না চেয়েও সব পাওয়ার পর যে আনন্দ হয় সেটা আজ উপলব্ধি করতে পারছি।' তিনি এদিন তাঁর বক্তব্যে আরও বলেন, 'পুরস্কার পেয়ে দারুণ অনুভূতি হচ্ছে। আমি এই সম্মান আমার ভক্তদের, আমাদের শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করছি।'
তিনি তাঁর ভক্তদের উদ্দেশ্যে এদিন আরও বললেন, 'এতদিন ধরে আমাকে যাঁরা এতটা ভালোবাসা দিয়েছেন, ভালোবেসে যাচ্ছেন তাঁদের উৎসর্গ করলাম এই পুরস্কার। আজ আমায় যে সম্মান দেওয়া হল সেই সম্মান পেয়ে আমি গর্বিত। যাঁরা আমায় মনোনীত করলেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল।'
এবার বাংলা থেকে তিনজন পদ্মভূষণ পাচ্ছেন তাঁদের কাজের জন্য। তবে এঁদের মধ্যে একজন ইতিমধ্যেই প্রয়াত হচ্ছেন। তিনি তাঁর মৃত্যুর পর এই পুরস্কার পাচ্ছেন। মিঠুন চক্রবর্তী তাঁর অভিনয় এবং অভিনয় জগতে অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন। গানের জন্য একই পুরস্কার পাচ্ছেন ঊষা উত্থুপ। পাবলিক অ্যাফেয়ারের জন্য এই পুরস্কার পাচ্ছেন সত্যব্রত মুখোপাধ্যায়। তিনি মৃত্যুর পর এই পুরস্কার পাচ্ছেন।
আরও পড়ুন: গান গেয়ে সন্ধ্যা জমালেন রূপম, রকস্টারের বার্থডে পার্টিতে সৃজিত-অনুপম-রুদ্রনীল সহ এলেন কারা?
এবার মোট ৩৪ জন পদ্মশ্রী পাচ্ছেন। তাঁদের মধ্যে বাঙালি রয়েছেন অনেকেই। পশ্চিমবঙ্গের ৮ জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন, সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী যাঁর গান এদেশেও সমান ভাবে বিখ্যাত, সেই রেজওয়ানা চৌধুরী বন্যা। বলাই বাহুল্য তিনি তাঁর গানের জন্য এই পুরস্কার পাচ্ছেন। এছাড়া রতন কাহারও পাচ্ছেন লোকসঙ্গীতে তাঁর অবদানের জন্য এই পুরস্কার। তালিকায় নাম আছে জনপ্রিয় শিল্পী সনাতন রুদ্র পালের। তাঁর হাতের তৈরি প্রতিমা জগৎ বিখ্যাত। তন্দিরা বেগম এবং গীতা রায় বর্মনও এবার তাঁদের শিল্পের জন্য এই বিশেষ পুরস্কারে সম্মানিত হতে চলেছেন। বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন দুজন, এঁরা হলেন নারায়ন চক্রবর্তী এবং একলব্য শর্মা। পুরুলিয়ার দুখু মাঝিও এই পুরস্কার পাচ্ছেন তাঁর সামাজিক কাজের জন্য। আজীবন ধরে তিনি পুরুলিয়াকে সবুজ করে তোলার চেষ্টা করেছেন, গাছ লাগিয়েছেন। সেই জন্যই তিনি এই পুরস্কার পাচ্ছেন।
আরও পড়ুন: উইকেন্ডের আগেই পার্টি মুড অন! ফাইটারের গানে মেয়ের সঙ্গে আয়ুষ্মানের নাচ দেখে কী বললেন মুগ্ধ হৃতিক?
এবারের পাঁচজন পদ্মবিভূষণ পাচ্ছেন, তাঁদের মধ্যে চিরঞ্জীবী সহ আছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, অভিনেত্রী বৈজয়ন্তিমালা, প্রমুখ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports