
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
আমেরিকায় চলতি বছরের একদম প্রথমদিন অর্থাৎ ১ জানুয়ারি মিকি মাউসের একদম পুরনো ভার্সনের কপিরাইট শেষ হল। আর সেদিনই প্রকাশ্যে এল মিকি মাউস ভূতের ছবির ট্রেলার। বিবিসির তরফে জানানো হয়েছে মিকি মাউস অনুপ্রাণিত একটি ভূতের গেম হল এটি যেখানে ডিজনির এই চরিত্রটিকে রক্তে রাঙা অবস্থায় দেখা গিয়েছে। ব্রিটেনের স্বাধীন ছবিটির নাম যদিও মিকিস মাউস ট্র্যাপ। এই খেলাটি তৈরি করেছে স্টুডিয়ো নাইটমেয়ার ফর্জ। টাইটেল দেওয়া হয়েছে ইনফেস্টেসন ৮৮।
স্টিম্বোট উইলি হল ১৯২৮ সালের একটি শর্ট ফিল্ম যেখানে প্রথমবার কথা বলতে না পারা মিকি এবং মিনিকে দেখা গিয়েছিল। চলতি বছরের প্রথম দিন এটি পাবলিক ডোমেনে চলে এল। অর্থাৎ এখন যে কেউ মিকি এবং মিনির একদম পুরনো ভার্সন নিয়ে যা খুশি কাজ করতে পারে তাও কোনও অনুমতি এবং অর্থ ছাড়া।
আউটলেটের তরফে জানানো হয়েছে এই ছবির প্রযোজক জানিয়েছেন, 'যা বর্তমানে আছে ঠিক তার বিপরীত কিছুই আমরা দেখাতে চেয়েছিলাম।' ছবির ট্রেলারে একজন যুবতী একটি অ্যামিউজমেন্ট পার্কে তাঁর বার্থডে পার্টি দিয়েছেন। কিন্তু গোটা জিনিসটাই নিমেষে বিভীষিকায় পাল্টে যায় যখন তাঁর এক বন্ধু মিকি মাউসের পোশাকে একটি খুন করে বসে।
আরও পড়ুন: 'ভাবতে পারিনি ওর এতটা দুঃসাহস হবে', ধনুশের ছবির ইভেন্টে শ্লীলতাহানি সঞ্চালিকাকে, মুখ খুললেন নির্যাতিতা
এই ছবির ট্রেলারে লেখা হয়, 'মজার জায়গা, বন্ধুদের জায়গা, শিকারের জায়গা। ইঁদুর বেরিয়ে পড়েছে।' তবে ছবিটি কবে মুক্তি পাবে সেটা এখনও জানা যায়নি। কিন্তু মনে করা হচ্ছে মার্চ মাসেই মুক্তি পাবে এটি।
৳7,777 IPL 2025 Sports Bonus