বাংলা নিউজ > বায়োস্কোপ > Manoj Mitra: গুরুতর অসুস্থ মনোজ মিত্র, সার্জারির পর কেমন আছেন বিখ্যাত নাট্যকার?
পরবর্তী খবর
Manoj Mitra: গুরুতর অসুস্থ মনোজ মিত্র, সার্জারির পর কেমন আছেন বিখ্যাত নাট্যকার?
1 মিনিটে পড়ুন Updated: 20 Feb 2024, 04:11 PM ISTSubhasmita Kanji
Manoj Mitra: বিখ্যাত নাট্যকার মনোজ মিত্র গুরুতর অসুস্থ। হার্টের অসুস্থতা নিয়ে তিনি ভর্তি আছেন এসএসকেএম হাসপাতালে।
গুরুতর অসুস্থ মনোজ মিত্র
মনোজ মিত্র মানেই বহু খলনায়কের চরিত্র। শুধুই কি তাই, তাঁর করা প্রায় কম বেশি সমস্ত চরিত্র সকলের মনে দাগ কেটেছে। তবে বর্তমানে টলিউডের এই জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা তথা নাট্যকার অসুস্থ। কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি ভর্তি।
বিগত বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মনোজ মিত্র।তবে তাঁর শারীরিক অবস্থা যে খুব গুরুতর তেমনটা নয়। হার্টের অসুখে ভুগছিলেন তিনি। সেটার জন্যই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। তাঁর পেস মেকার বসানোর প্রয়োজন ছিল। ইতিমধ্যেই সেই কাজ সম্পর্নব হয়েছে। তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি। তবে পেস মেকার বসানোর পর বর্তমানে ভালো আছেন বর্ষীয়ান অভিনেতা।
প্রসঙ্গত মনোজ মিত্রের বর্তমানে ৮৪ বছর বয়স। তিনি টলিউডের তো বটেই নাট্য জগতের অন্যতম দাপুটে অভিনেতা ছিলেন। কী কী করেননি তিনি? নাটক, সিনেমা তো আছেই। সঙ্গেই সিরিয়াল, শর্ট ফিল্ম সহ সব কিছুতেই নিজের ছাপ রেখেছেন তিনি। আপাতত সিনে জগৎ থেকে দূরেই আছেন তিনি। লাইট ক্যামেরা অ্যাকশনের বদলে তাঁর সময় এখন মূলত লেখালিখি করেই কাটে।
কিছুদিন আগে মনোজ মিত্র কলকাতার যতীন দাস রোডের যে বাড়িতে থাকতেন সেখান থেকে প্রায় তাঁকে বের করে দেওয়া হয়েছিল কোর্টের নির্দেশে। বের করে দেওয়া হয় তাঁর জিনিস পত্র। রাতারাতি তাঁকে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়। তিনি দীর্ঘদিন ধরেই এই বাড়ির বাসিন্দা ছিলেন।