মনোজ মিত্র মানেই বহু খলনায়কের চরিত্র। শুধুই কি তাই, তাঁর করা প্রায় কম বেশি সমস্ত চরিত্র সকলের মনে দাগ কেটেছে। তবে বর্তমানে টলিউডের এই জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা তথা নাট্যকার অসুস্থ। কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি ভর্তি।
আরও পড়ুন: অবৈধ সম্পর্কের বিতর্ক কাটিয়ে ফের কাছাকাছি বুবলি - শাকিব? 'ফ্ল্যাশব্যাক' - এ গিয়ে বললেন, 'একই পরিবারের তাই...'
হাসপাতালে ভর্তি অসুস্থ মনোজ মিত্র
বিগত বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মনোজ মিত্র।তবে তাঁর শারীরিক অবস্থা যে খুব গুরুতর তেমনটা নয়। হার্টের অসুখে ভুগছিলেন তিনি। সেটার জন্যই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। তাঁর পেস মেকার বসানোর প্রয়োজন ছিল। ইতিমধ্যেই সেই কাজ সম্পর্নব হয়েছে। তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি। তবে পেস মেকার বসানোর পর বর্তমানে ভালো আছেন বর্ষীয়ান অভিনেতা।
আরও পড়ুন: শাহরুখের থেকে ঘুষ নেওয়ার মামলায় ১ মার্চ পর্যন্ত গ্রেফতার করা হবে না সমীর ওয়াংখেড়েকে, হাইকোর্টকে জানাল ইডি
আরও পড়ুন: ‘নারীনির্যাতন নিয়ে জ্ঞান…’ সন্দেশখালি নিয়ে মুখ খুলতেই মিঠুনের স্ত্রী - পুত্রের অতীত মনে করালেন কুণাল, তুললেন কোন প্রসঙ্গ
প্রসঙ্গত মনোজ মিত্রের বর্তমানে ৮৪ বছর বয়স। তিনি টলিউডের তো বটেই নাট্য জগতের অন্যতম দাপুটে অভিনেতা ছিলেন। কী কী করেননি তিনি? নাটক, সিনেমা তো আছেই। সঙ্গেই সিরিয়াল, শর্ট ফিল্ম সহ সব কিছুতেই নিজের ছাপ রেখেছেন তিনি। আপাতত সিনে জগৎ থেকে দূরেই আছেন তিনি। লাইট ক্যামেরা অ্যাকশনের বদলে তাঁর সময় এখন মূলত লেখালিখি করেই কাটে।
আরও পড়ুন: ‘বড়লোকের বিটি লো’ গাইতে গাইতে জমিয়ে নাচ পদ্মশ্রী রতন কাহারের, যোগ্য সঙ্গত তিমির - শিলাজিৎ - জয়জিতের
আরও পড়ুন: সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে শাহরুখের থেকে ঘুষ চাওয়ার মামলা স্থানান্তরিত হল দিল্লিতে! বম্বে হাইকোর্টকে কী জানাল ইডি?
কিছুদিন আগে মনোজ মিত্র কলকাতার যতীন দাস রোডের যে বাড়িতে থাকতেন সেখান থেকে প্রায় তাঁকে বের করে দেওয়া হয়েছিল কোর্টের নির্দেশে। বের করে দেওয়া হয় তাঁর জিনিস পত্র। রাতারাতি তাঁকে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়। তিনি দীর্ঘদিন ধরেই এই বাড়ির বাসিন্দা ছিলেন।