Manashi-Sourav: ইন্ডাস্ট্রির ‘দাদা’কে একমাত্র তিনিই ভাই বানিয়েছেন। সৌরভের সঙ্গে মানসী সিনহার খুনসুটির সম্পর্ক কারুর অজানা নয়। এবার সৌরভক ‘পাজি, বদ’ বলে বসলেন অভিনেত্রী।
সৌরভের নামে নালিশ ঠুকলেন মানসী
‘সৌরভ অত্যন্ত খারাপ একটি ছেলে। অত্যন্ত পাজি!’ হ্যাঁ, এমন কথাই বলতে শোনা গেল অভিনেত্রী মানসী সিনহাকে। মানে রাঙা বউ ধারাবাহিকের বেলা। সিরিয়াল শেষ হওয়ার আপাতত হাতে কাজ নেই মানসীর, তাঁর পরিচালিত ছবি মুক্তির আগেই বিতর্কে! এর মাঝেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বেফাঁস অভিনেত্রী।
আট থেকে আশি, বাঙালির প্রিয় পাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদাকে চোখে হারান সকলে। তাহলে হঠাৎ মানসীর মুখে এমন কথা কেন? কারণও খোলসা করেছেন তিনি নিজেই। যা শুনলে চমকে উঠবেন। সৌরভের সঙ্গে মানসীর সমীরকরণ দিদি আর ভাইয়ের। সৌরভ অন্য সবার 'দাদা' কিন্তু মানসীর ‘ভাই’। বয়সে ২ বছরের ছোট সৌরভকে তাই তুই সম্বোধন করেন তিনি। দীর্ঘদিনের আলাপ। একবার দাদাগিরির মঞ্চে মানসীর বুটিক নিয়ে আলটপকা মন্তব্য করেছিলেন সৌরভ। সেই নিয়েই যত বিপত্তি!
সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘সৌরভ অত্যন্ত খারাপ ছেলে…পাজি একটা। সে আমাকে দাদাগিরিতে বলল কি আমি আমার বুটিকর শাড়ি নিজে পরে বিক্রি করি। এমন বদ। তারপর কোভিড এল, বুটিক উঠে এল। পরের বার ফের দাদাগিরিতে গেলাম, বলে তোমার বুটিক কী হল? বললাম, তোর জন্য আমার বুটিক উঠে গেছে। তুই বসেছিল সারাক্ষণ পরা শাড়ি আমি বেচি, লোকে আর কিনতে আসবে! বলে, সে কী কথা! এ কী বদনাম দিচ্ছো তুমি আমায়।' এরপর হেসে ফেলেন অভিনেত্রী। বলেন, ‘খুব ভালো ছেলে। যেখানেই দেখা হোক দিদি বলে এসে জড়িয়ে ধরে। খুব আন্তরিক’।