৯০ এর দশকে বাংলা সিনে জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। নায়ক থেকে খলনায়ক বিভিন্ন চরিত্রে ধরা দিয়েছেন তিনি। অভিনয়ের দক্ষতায় মন কেড়েছিলেন দর্শকদের। সেই লোকেশ ঘোষের নাকি এখন দারুণ দুরাবস্থা? কী জানালেন খোদ অভিনেতা?
কী ঘটেছে?
মাঝে রটে গিয়েছিল লোকেশ ঘোষ নাকি লরির দালালি করে দিন চালাচ্ছেন। খুব খারাপ অবস্থা তাঁর। এক প্রকার যেন না খেতে পেয়েই থাকছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন খোদ ৯০ এর দশকের দাপুটে অভিনেতা। সাফ সাফ জানিয়ে দেন যে রটেছে সবটাই ভুল। তাঁর মোটেই কোনও অর্থনৈতিক সংকট হয়নি।
এদিন আড্ডা স্টেশন নামক একটি ডিজিটাল মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে লোকেশ ঘোষ জানান, 'আমি একটু অ্যাভয়েড করছিলাম কোনও সাক্ষাৎকার দেওয়ার জন্য। একটি ডিজিটাল মিডিয়ায় প্রকাশ পায় যে আমি নাকি ভীষণ খারাপ অবস্থায় আছি। খেতে পাই না এরম অবস্থা নাকি। খুব কষ্টের মধ্যে আছি। সেই সময় আমি লিখতে বাধ্য হয়েছিলাম যে সঠিক তথ্য জেনে তারপর লিখবেন।'
আরও পড়ুন: 'আমি একদম অপদার্থ, দুনিয়ার সবথেকে ফালতু মানুষ', হঠাৎ নিজেকে নিয়ে কেন এমন বললেন ইরা?
তিনি এদিন ক্ষোভ উগরে আরও জানান, 'আমার বাবার কাছ থেকে এসে আমি যখন স্ট্রাগল শুরু করি, জীবন শুরু করি আমি সেই সময় লরির দালালি করতাম। লরির দালালি করে শুরু করেছিলাম যখন আমি স্ট্রাগল করছি। অনেক প্রযোজক ছিলেন যাঁরা আমার ছবিকে এরম ভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। বলেছিলেন যাত্রা বাড়ির সখা হবে।'
প্রসঙ্গত লোকেশ ঘোষ বড় বউ, রাখি পূর্ণিমা, লোফার, নিয়তি, মস্তান রাজা, ইত্যাদি ছবিতে কাজ করেছেন। লোকেশ ঘোষ মুম্বইয়ে বড় হয়ে উঠেছেন। বলিউডেই তিনি প্রথম তাঁর কেরিয়ার শুরু করেন ছোট ছোট চরিত্র করার মাধ্যমে। তারপর ১৯৯৬ সালে অঞ্জন চৌধুরীর মুখ্যমন্ত্রী ছবির হাত ধরে তিনি টলিউডে পা রাখেন।
আরও পড়ুন: বাগদান সারলেন 'ডাইনি'র পরিচালক নির্ঝর! পাত্রী কে? কবেই বা সাতপাক ঘুরবেন?
আরও পড়ুন: 'না একেবারে রেহাই পায়নি...', সকাল সকাল দুঃসংবাদ দিলেন কন্যাকুমারী! কী ঘটেছে?