বাবার দেখানো পথে দাদা হাঁটলেও ইরা কিন্তু মোটেই হাঁটেননি। না, বলিউডে পা রাখেননি আমির খানের মেয়ে। বরং অন্য ভাবে নিজের কেরিয়ার তৈরি করার দিকে মন দিয়েছেন তিনি। নাটক এবং সমাজ সেবার কাজ করছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইরা জানালেন ২৭ বছরে এসেও যখন তিনি সংসারে কোনও অবদান রাখতে পারছিলেন না, কোনও আয় করতে পারছিলেন না তখন সেটার জন্য নিজেকে অপরাধী মনে হতো তাঁর! ভুগতে শুরু করেন অবসাদে।
আরও পড়ুন: 'না একেবারে রেহাই পায়নি...', সকাল সকাল দুঃসংবাদ দিলেন কন্যাকুমারী! কী ঘটেছে?
কী জানিয়েছেন ইরা?
পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইরা খান জানিয়েছেন বছর খানেক কী দুয়েক আগে পর্যন্ত যখন তিনি কোনও আয় করতেন না তখন তাঁর কেমন অপরাধবোধ হতো, অবসাদ কাজ করত। আমির কন্যার কথায়, 'আমি ২৬-২৭ বছরের। আমার মা বাবা আমার উপর অনেক টাকা খরচ করেছেন। আর আমি কিনা দুনিয়ার সবথেকে ফালতু মানুষ! আমি কিছুই করছি না।' মেয়ের কথা থামিয়ে আমির বুঝিয়ে দেন যে তিনি উপার্জন করার কথা বলতে চেয়েছেন। এরপর ইরা শুরু করেন অগ্যাস্তু ফাউন্ডেশন। এটি একটি এনজিও যা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকে।
কিন্তু তবু তাঁর জীবন যে খাতে, যেভাবে হয়েছে তাতে খুশি নন ইরা। তবে আমির জানান এতে তাঁর কখনই খুব একটা সমস্যা হয়নি কারণ তিনি জানতেন মেয়ে মানুষকে সাহায্য করছে। মেয়েকে বুঝিয়ে আমির বলেন, ' তুমি উপার্জন করছ কিনা সেটা আমার জন্য জরুরি নয়। তুমি ভালো কাজ করছ, এটাই আমার কাছে জরুরি। অর্থ হচ্ছে এমন এক চিরকুট যাতে সবাই সম্মত হয়। নইলে তো ওটাও কেবল এক টুকরো কাগজ।
প্রসঙ্গত ইরা খান হলেন আমির খান এবং তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের মেয়ে। তাঁদের আরেক সন্তান আছে, জুনায়েদ খান। তিনি অভিনয় জগতে পা রেখেছেন। ২০২৪ সালে মহারাজা ছবির মাধ্যমে ডেবিউ করেছেন। ইরা খান সদ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁর বহুদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে। অন্যদিকে আমির খানকে আগামীতে সিতারে জমিন পর ছবিতে দেখা যাবে। এটি ২০০৮ সালের হিট ছবি তারে জমিন পর এর রিমেক।