যমন সন্তান আশের এবং নোয়ারের জন্মদিন সেলিব্রেট করলেন সানি লিওনি এবং ড্যানিয়েল ওয়েবার। শুক্রবার চার বছরের পা দিল সানি-ড্যানিয়েলের যমজ সন্তান। বাড়িতে জমজমাট করে ঘরোয়া জন্মদিন সেলিব্রেট করলেন তাঁরা। সানির শাশুড়ি এবং ফ্যাশন ডিজাইনার রোহিত ভার্মা সহ আরও অনেক বন্ধু তাদের পার্টিতে হাজির ছিলেন। জন্মদিন উদযাপনের পারিবারিক ছবি শেয়ার করে সানি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার সন্তান আশের এবং নোয়া! তোমাদের ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ! তোমরাই আমার জীবনের আলো এবং আনন্দ। আমি তোমাদের অনেক ভালোবাসি’। ছবিতে সানি এবং তাঁর শাশুড়িকে সাদা টপ এবং কালো প্যান্ট পরে দেখা মিলেছে। আশের এবং নোয়াকে প্রিন্টেড শার্ট এবং শর্টস পরে দেখা গিয়েছে। মেয়ে নিশাকে গোলাপি-সাদা টপ পরে দেখা মেলে। পারিবারিক ছবিতে, নতুন বাড়িতে পোজ দিতে দেখা যায় তাদের সকলকে। পার্টির জন্য রঙিন বেলুন দিয়ে সাজানো ছিল ঘর। পার্টিতে হাজির অতিথিদের সঙ্গে একটি গ্রুপ ছবিও শেয়ার করেন সানি। ছবির ক্যাপশনে পরিবারের সকলকে ধন্য়বাদ জানিয়েছেন বলি সুন্দরী। সানি লিওনি এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার তাদের প্রথম সন্তান নিশাকে মহারাষ্ট্র থেকে দত্তক নেন। এরপর যমন পুত্র সন্তান আশের এবং নোয়াকে সারোগেসির মাধ্য়মে স্বাগত জানিয়েছেন তাঁরা।