বাংলা নিউজ > বায়োস্কোপ > Koffee with Karan 8: ‘বড্ড একা লাগছে!’ দীপিকা-রণবীরের বিয়ের ভিডিয়ো দেখে এ সব কী বলছেন করণ
পরবর্তী খবর
Koffee with Karan 8: ‘বড্ড একা লাগছে!’ দীপিকা-রণবীরের বিয়ের ভিডিয়ো দেখে এ সব কী বলছেন করণ
1 মিনিটে পড়ুন Updated: 26 Oct 2023, 11:19 AM ISTPriyanka Bose
Karan Johar Got Emotional: করণের কফি শোয়ের কাউচে বসে প্রথমবার সকলের সামনে নিজেদের বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন এই দম্পতি। দীপিকা-রণবীরের বিয়ের ভিডিয়ো দেখে রীতিমতো আপ্লুত এবং আবেগপ্রবণ করণ।
প্রথমবার সকলের সামনে নিজেদের বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং
২৬ অক্টোবর থেকে Disney+ Hotstar-এ প্রিমিয়ার হবে ‘কফি উইথ করণ সিজন ৮’। হোস্ট করণ জোহরের টক শো শুরু থেকেই চর্চায়। নতুন সিজনের প্রথম পর্বের অতিথি হিসেবে হাজির হবেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। এমনিতেই দীপবীরের সঙ্গে খুব ঘনিষ্ট সম্পর্ক করণ জোহরের।
করণের কফি শোয়ের কাউচে বসে প্রথমবার সকলের সামনে নিজেদের বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন এই দম্পতি। দীপিকা-রণবীরের বিয়ের ভিডিয়ো দেখে রীতিমতো আপ্লুত এবং আবেগপ্রবণ করণ। পরিচালক বলেছেন, তিনি রণবীর এবং দীপিকার জন্য খুশি ছিলেন তিনি একই সঙ্গে একটু একা বোধ করছেন। আরও পড়ুন: বিয়ের অনেক আগেই এই কাজটি সারেন রণবীর-দীপিকা, কেউ জানতেন না! করণের শোয়ে সিক্রেট ফাঁস
কফি উইথ করণ হোস্ট যোগ করেছেন, তিনি নিজের জন্য একই রকম প্রেমের গল্প চেয়েছেন জীবনে, আশা রাখেন সারা দুনিয়াকে একদিন সেই গল্প শোনাবেন। করণ স্বীকার করেছেন, ‘আমি কোনও সম্পর্কের মধ্যে নেই এবং আমি এক ধরনের সিঙ্গেল। আমার বার বার মনে হয়, আমি কারও সঙ্গে না থাকার কারণে কি হারাচ্ছি। দিনের সব কিছু ভাগ করে নেওয়ার জন্য আমার সঙ্গে কেউ নেই। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর সেই শূন্যতা অনুভব করি’।