সেই ব্যারিটোন ভয়েস, সেই গ্র্যান্ড এন্ট্রি। অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোড়পতি এখন জনপ্রিয়তার চূড়ান্ত পর্যায়ে। ২০০০ সালে Big B-র হাত ধরে শুরু হয়েছিল KBC। আর এখন ২০২৫। এখনও সেই একই ভাবে জনপ্রিয় এই শোটি। সম্প্রতি এই শোটি ২৫ বছর পূর্ণ করেছে। এই মুহূর্তে চলছে KBC-16। এই শোয়ে ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সম্প্রতি অমিতাভ বচ্চনকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দেওয়া হয়।
এক প্রতিযোগী অমিতাভকে জিগ্গেস করেন, ছোটপর্দায় প্রথমবার যখন পা রাখছেন, তখন তাঁর পরিবারের কী প্রতিক্রিয়া ছিল?
Bigg B উত্তরে বলেন, ‘আমাকে প্রথম যে জিনিসটি শেখানো হয়েছিল তা হল সবসময় সত্য কথা বলতে, সে যাই হোক না কেন। যখন আমি আমার পরিবারকে এই প্রকল্পে (KBC) কাজের কথা বলি, তখন কিছু লোক (আমি নাম বলব না) বলেছিল, তুমি একটা বড় ভুল করতে চলেছ। আমি জিগ্গেস করি কেন? ওরা বলে, দর্শক আপনাকে ৭০মিমি বড় পর্দায় দেখতে অভ্যস্ত, আর এখন ওরা আপনাকে ছোটপর্দায় দেখবে! এটা একটা বড় ভুল হতে চলেছে। তবে আমি সেদিন ওদের কথা শুনিনি। এই শো করতে রাজি হয়ে যাই। আর আজ এই শো ২৫ বছর পূর্ণ করে ফেলেছে।’
আরও পড়ুন-স্কুলের জন্মদিনের অনুষ্ঠানে স্মৃতিমেদুর! কোন স্কুলে পড়তেন? কত সালে মাধ্যমিক দেন আবির?