
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২০২৪-এর শুরুতেই আদৃত রায় আর কৌশাম্বি চক্রবর্তীর বিয়ের খবর মিলেছিল। তবে সেই সময় দুজনেই তা হাওয়ায় উড়িয়ে দেন। কিন্তু অনেকেরই দাবি, আদৃতের পাগল প্রেমী রিলিজ করার পর হয়তো দুজনে যেতেও পারেন ছাদনাতলায়।
সম্প্রতি কৌশাম্বি এসেছিলেন রিয়েলিটি শো দিদি নম্বর ১-এ। সেখানেই রচনা বন্দ্যোপাধ্য়ায় যাকে বলে প্রেম নিয়ে প্রশ্নে একেবারে পাগল করে দেন ফুলকি-র পারোমিতাকে। কৌশাম্বিকে দেখেই রচনা বলে ওঠেন, ‘সোশ্য়াল মিডিয়ায় কৌশাম্বির প্রচুর খবর পাই আমি। মিঠাই-এর পর থেকে ও একটু বেশিই ভালো আছে। অবসর সময়ে গান শুনছে। খুব গ্লো করছে..’
আরও পড়ুন: একসঙ্গে শাহরুখ-সুহানা! সুজয়ের পরিচালনায় বড় আপডেট খান পরিবার নিয়ে
রীতিমতো লজ্জায় পড়ে যান কৌশাম্বি। রচনাকে উদ্দেশ্য করে বলে ওঠেন, ‘এসব তুমি কী করছ বলো তো’! তবে রচনা অবশ্য ছাড়ার পাত্রী নন। বলতে থাকেন, খুব জলদি দিল্লি কা লাড্ডু খেতে চলেছে…। এরপর কৌশাম্বির থেকে জবাব আসে, ‘মনের মানুষ আছে মনেতেই’। রচনা সবশেষে কৌশাম্বির কাছে জানতে চান, বাড়ির লোক জানে? তাতে ঘাড় নাড়েন অভিনেত্রী।
আরও পড়ুন: ৫৮ বছর বয়সে গর্ভবতী প্রয়াত সিধু মুসেওয়ালার মা? মুখ খুললেন গায়কের বাবা
মিঠাই-এর সেটে শুরু হয়েছিল কৌশাম্বি আর আদৃতের প্রেম। এমনকী, এই নিয়ে কম গণ্ডগোল হয়নি। রীতিমতো কৌশাম্বি আর আদৃতের কথা বন্ধ ছিল মিঠাইয়ের নায়িকা সৌমিতৃষা কুণ্ডর সঙ্গে। একে-অপরকে সামাজিক মাধ্যম থেকে আনফলোও করে দেন তাঁরা। সৌমিতৃষার অনুরাগীরা আদৃতের সঙ্গে সম্পর্কে জড়ানোয়, রীতিমতো আক্রমণ করত কৌশাম্বিকে। ট্রোল চলত নোংরাভাবে। তবে মিঠাই সিরিয়াল শেষ হওয়ার পর সেই রেশ অনেকটাই কমেছে। আজকাল দুজনে একসঙ্গে টুকটাক ছবিও দেন।
কদিন আগেই জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে ‘সেরা জা’ হিসেবে পুরস্কৃত হয়েছিলেন কৌশাম্বি। আর ট্রফি হাতে হবু বউয়ের ছবি ইনস্টা স্টোরিতে ভাগ করে নিয়েছিলেন আদৃত।
এদিন রচনাকে বেশ কিছু প্রশ্নও করেন কৌশাম্বি। যার থেকে জানা যায়, রচনার নাকি বেশ বড়সড় ক্রাশ ছিল ভিকি কৌশলের উপর। তবে ২০২২ সালে ভিকি আর ক্যাটরিনা বিয়ে করতেই, তা ভেঙে গিয়েছে। খুব মনে কষ্ট পেয়েছিলেন তিনি। একসময় নাকি রচনাকে তাঁর বন্ধুরা জন্মদিনে ভিকির ছবি এম্বস করা কফি মগ, কুশন দিয়েছিল উপহারে!
6.88% Weekly Cashback on 2025 IPL Sports