মে মাসে বিয়ের পিঁড়িতে বসেন আদৃত রায় আর কৌশাম্বি চক্রবর্তী। এখনও বিয়ের ১ মাস হয়নি। তারই মাঝে নিজেকে একটু বদলে নিলেন ফুলকি-র পারোমিতা। সাদা শর্ট ড্রেসে কিছু ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। দেখা গেল, খুলে ফেলেছেন হাতের শাঁখা-পলা। তবে বাঁ হাতে লোহা বাঁধানোটি এখনও রয়েছে। আর সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর।
বিয়ের পর আদৃত জানিয়েছিলেন বউকে নিয়ে মা-বাবার সঙ্গেই থাকছেন। মাঝে আদৃত একাই থাকতেন বাবার উপহার দেওয়া ফ্ল্যাটে। তবে বিয়ে করে, ফিরেছেন পরিবারের কাছে। কিন্তু কৌশাম্বির পোস্ট থেকে দেখা গেল মোটেও তিনি নেই আদৃতের বাড়িতে। নেই ফুলকির সেটেও। তাহলে কোথায় গেলেন নতুন বউ?
আরও পড়ুন: ‘একেক দিন পুরনো রাস্তায়…’,সোহিনীর সঙ্গে বিয়ে জুলাইতে, স্বস্তিকাকে মিস করছেন শোভন?
‘হোম শান্তি হোম’ ক্যাপশনে কতগুলি ছবি শেয়ার করলেন কৌশাম্বি। যেখানে তিনি সাদা পোশাকে। এক গাল হাসি বুঝিয়ে দিচ্ছে বাড়িতে ফেরার জন্য মনে কত শান্তি। ব্যালকনির বারান্দায় বসে আছেন তো কখনও সোফায় গা এলিয়ে। এক নেট-নাগরিক মন্তব্য করলেন, ‘সাদা তে খুব বেশি স্নিগ্ধ লাগছে আমার মিস্টি দিদিভাই কে, তার সাথে আরও ভালো লাগলো মাথার ওই সিন্দুর টা দেখে, আধুনিকতার মাঝে ও বাঙালি সংস্কৃতি ধরে রেখেছো।’
তবে একজন আবার কটাক্ষ করলেন হাত থেকে শাঁখা-পলা খুলে ফেলার কারণে। লিখেছেন, ‘বিয়ের ১ মাস যেতে না যেতেই হাত থেকে শাঁখা-পলা খুলে ফেলেছে। এদের কাছে এসবের কোনও দামই নেই।’ অন্য জনের আবার প্রশ্ন, ‘এ বাবা! আদৃতদাকে সঙ্গে আনোনি কেন?’
আরও পড়ুন: ‘একটা চটিও খাবেন…’! তৃণমূল জিততেই কাবাব-রাম-বিরিয়ানি খাবার ইচ্ছে বিরসা-বিদিপ্তার
হাওড়ার রামরাজাতলার মেয়ে কৌশাম্বি। সেখানের এক ব্যাঙ্কোয়েটেই হয় বিয়েটা। এসেছিল মিঠাই আর ফুলকি পরিবার। মিঠাই ধারাবাহিকে কাজ করার সময়েই একে-অপরের প্রেমে পড়েন তাঁরা। বছর দুই পড় বসলেন বিয়ের পিঁড়িতে।
আরও পড়ুন: আম্বানিদের পার্টিতে শিখর পাহাড়িয়ার সঙ্গে ছবি দিলেন জাহ্নবী! শরীরী ভাষায় প্রেম, ডগমগ আনন্দে
কাজের সূত্রে, জীবনের বড় পর্যায়ে রয়েছেন আদৃত। ২০২৪ সালে যেমন বিয়ে করলেন, তেমনই তিনি কাজের জায়গাতেও ভাগ্য অন্বেষণে। মিঠাই-এর সিদ্ধার্থ মোদক হিসেবে পরিচিতি পাওয়া আদৃতের কেরিয়ার শুরু হয়েছিল বড় পর্দা দিয়ে। এসভিএফের প্রযোজনায় নুরজাহান, প্রেম আমার ২-তে কাজ করেন মুখ্য চরিত্রে। তবে সাফল্য আসেনি। এরপর পাসওয়ার্ড, পরীণিতাতে ছোট চরিত্রে দেখা যায় তাঁকে। সাফল্য দেয় মিঠাই সিরিয়াল। আর এবারে আরও একবার বড় পর্দায় পা জমানোর চেষ্টা। এসভিএফের সঙ্গেই শ্যুট করে ফেলেছেন পাগল প্রেমী। যা মুক্তি পাওয়ার কথা চলতি বছরেই।