
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
টলিপাড়ার অন্দরের খবর বলছে, ১৮ জুলাই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোভন গঙ্গোপাধ্যায় আর সোহিনী সরকার। একাধিক প্রেম ভাঙার পর, অবশেষে থিতু হতে চলেছেন এই দুই তারকা। তবে এরই মাঝে, বুধবার সকালে শোভনের একটি পোস্ট কপালে ভাঁজ ফেলল নেটিজেনদের। তারাপদ রায়ের লেখা একটি কবিতা শেয়ার করেছেন। সেখানে লেখা, ‘একেক দিন হাঁটতে হাঁটতে পুরনো রাস্তায় চলে যাই, কী যেন চেয়েছিলাম? আজকাল আমার ভীষণ ভুল হয়।’
সোহিনী কদিন আগেই বিয়ে প্রসঙ্গে জানিয়েছেন, একাবরে সাদামাটা ভাবে নাকি বিয়েটা করবেন তিনি। তবে আগের মতো আর সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলছেন না। রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদ ও শোভনের সঙ্গে জড়ানোর পর থেকেই বেশ সতর্ক। শোনা যাচ্ছে, বিয়ের আসরে মিডিয়ার অবাধ প্রবেশাধিকারও থাকছে না। একেবারে কাছের বন্ধু ও দুই পরিবারকে নিয়েই হবে শুভ কাজ।
আরও পড়ুন: ‘একটা চটিও খাবেন…’! তৃণমূল জিততেই কাবাব-রাম-বিরিয়ানি খাবার ইচ্ছে বিরসা-বিদিপ্তার
তবে এদিনে শোভনের এই পোস্ট প্রশ্ন তুলছে, সব ঠিক আছে তো? ‘আজকাল আমার ভীষণ ভুল হয়’-এর মাধ্যমে কিছু ইঙ্গিত করছেন? নাকি কোনওভাবে মিস করছেন প্রাক্তন স্বস্তিকা দত্তকে!
বরাবরই প্রেম-চর্চায় থেকেছেন শোভন। প্রথমে তাঁর সঙ্গে সম্পর্ক ছিল গায়িকা ইমন চক্রবর্তীর। বয়সে শোভনের থেকে বেশ কিছু বছরের বড় ছিলেন ইমন। তবে তা দুজনের মাখোমাখো প্রেমে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। সেই সম্পর্ক ভাঙার পর শোভনের প্রেম হয় স্বস্তিকা দত্তের সঙ্গে। একসময় টলিউডের পাওয়ার কাপল হিসেবে ধরা হত তাঁদেরকে। তবে সেই সম্পর্ক ভাঙে ২০২২ সালে। টলিউডে কানাঘুষো, সোহিনীর কারণেই দূরত্ব আসে শোভন-স্বস্তিকার। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে কখনোই মুখ খোলেননি কেউ।
আরও পড়ুন: আম্বানিদের পার্টিতে শিখর পাহাড়িয়ার সঙ্গে ছবি দিলেন জাহ্নবী! শরীরী ভাষায় প্রেম, ডগমগ আনন্দে
মাসখানেক আগে শোভনের সঙ্গে প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়ে সোহিনী বলেছিলেন তাঁরা ভালো আছেন। নায়িকাকে বলতে শোনা যায়, 'বলার তো সময় ফুরিয়ে যাচ্ছে না। এখনও সময় আছে। আগের সম্পর্ক আমায় শিখিয়েছে যে অত তাড়াহুড়ো করে লাভ নেই। সবাইকে সব বলে দেব, শেষে দেখব আমি বাটি হাতে বসে আছি।’
আরও পড়ুন: মা হারানোর কষ্ট! মায়ের ছবি হাতে, বাবাকে পাশে নিয়ে জয় উদযাপন সায়নীর, কী লিখলেন
শোভন-সোহিনীর অনুরাগীরা চাইছেন, দুজনের ভালোবাসার উদ্যানে যেন কোনও ভাবেই কালো মেঘ না বাসা বাঁধে। দুজনকে বিয়ের সাজে দেখতে উৎসুক নেটিজেনরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports