বিয়ের পর ভালোবাসায় গদগদ আদৃত রায় আর কৌশাম্বি চক্রবর্তী। যা ইনস্টাগ্রাম স্টোরি থেকেই স্পষ্ট। বরের ছবি শেয়ার করে কী লিখলেন নতুন বউ?
Ad
কৌশাম্বির সঙ্গে বিয়ে হতে না হতেই বদলে গেলেন আদৃত।
৯ মে বিয়ের পিঁড়িতে বসেন আদৃত রায় আর কৌশাম্বি চক্রবর্তী। ১১ তারিখ ছিল তাঁদের রিসেপশন। আইবুড়ো ভাত থেকে শুরু করে মেহেন্দি, গায়ে হলুদ থেকে বিয়ে, ঘরোয়া ভাত কাপড় থেকে ঝাঁ চকচকে রিসেপশন লুক, ‘কৌদৃত’ জুটি মন মুগ্ধ করেছে তাঁর ভক্তদের। সোমবার নতুন সংসারের ঝলক উঠে এল কৌশাম্বির ইনস্টাগ্রাম স্টোরিতে।
অভিজ্ঞরা বলে, বিয়ের পর নাকি প্রেম একটু বেশিই বাড়ে! আদৃত আর কৌশাম্বির ক্ষেত্রেও যে তেমনটা হয়েছে সন্দেহ নেই। বরের একটা ছবি শেয়ার করলেন অভিনেত্রী। পরে আছেন নীল রঙের টি শার্ট আর হলুদ শর্টস। হাতে একটি গ্লাস। বেশ সুন্দর করে পোজ দিয়ে ছবিখানা তুলেছেন নতুন বর।
হাওড়ার মেয়ে কৌশাম্বি। রামরাজাতলার একটি ব্যাঙ্কোয়েট হল বুক করে আয়োজন করা হয়েছিল বিয়ের। লাল বেনারসি আর সোনার গয়নায় সেজেছিলেন বউ। বরের গায়ে ছিল হলুদ পঞ্জাবি আর ধুতি।
রিসেপশনের সাজ অবশ্য ছিল একদম আলাদা। দুজনেরই ছিল অল হোয়াইট লুক। সাদা রঙের এম্বেলিশড লেহঙ্গা ছিল কৌশাম্বির। হাতে ম্যাচিং চুরি। সিঁথি ভরা সিঁদুর। খোলা চুল। গলায় হীরের হার। আর আদৃতও পরেছিলেন সাদা রঙের শেরওয়ানি। বেশ মানিয়েছিল কর্তা-গিন্নিকে।
মিঠাই ধারাবাহিক থেকে শুরু হয়েছিল এই প্রেমের। বিয়ে আর রিসেপশন, দু দিনই ছিল সেই ধারাবাহিকের সমস্ত অভিনেতাদের উজ্জ্বল উপস্থিতি। শুধু মিসিং ছিলেন মিঠাই-নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। দু দিনের একদিনও বিয়ে বাড়িতে দেখা মেলেনি মিঠাই-রানির। তবে ধ্রুব থেকে শুরু করে দিয়া, তন্বী থেকে শুরু করে উদয়, অনন্যা সকলেই সেজেগুজে কবজি ডুবিয়ে খেয়ে গিয়েছেন টলিপাড়ার এই চর্চিত বিয়েতে।