
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
অভিনেতা কার্তিক আরিয়ান শুক্রবার তাঁর জীবনের আরও একটা বসন্ত পার করে ফেললেন। বর্তমানে বলিউডের অন্যতম ব্যবসাসফল তারকা তিনি। প্রযোজকরা চোখ বন্ধ করে টাকা লাগান তাঁর ছবিতে। আরও পড়ুন-‘মিঠাই আমাকে জীবনসঙ্গী দিয়েছে….’, জুটেছে অহংকারী ট্যাগ! পালটা জবাব আদৃতের
এমনিতে নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। বলিউডের একাধিক সুন্দরীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। তবে জন্মদিনটা কোনও সুন্দরীর সঙ্গে নয়, বরং প্রকৃতির সান্নিধ্যে কাটালেন। জন্মদিনে সমুদ্র ডুব দিলেন কার্তিক। ইনস্টাগ্রামে সমুদ্রে সাঁতার কাটার একটি ভিডিয়ো পোস্ট করেছেন ভুলভুলাইয়া ৩ তারকা। ক্যাপশনে তিনি তাঁর বিশেষ দিনে ফ্যানেদের অফুরান ভালবাসার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, 'তোমার অফুরন্ত ভালোবাসার (লাল হৃদয়ের ইমোজি) জন্য ধন্যবাদ।
জন্মদিনে কার্তিকের খোলামেলা ছবি ও ভিডিও শেয়ার করেছেন তাঁর বোন কৃতিকা তিওয়ারি। কার্তিকের চিকিৎসক বোন লেখেন, ‘জীবনটা এইভাবেই হাসিমজায় একসঙ্গে কাটুক… শুভ কোকি দিবস’। কার্তিককে কোকি বলে ডাকেন কৃতিকা।
জন্মদিনের প্রাক্কালে কার্তিক তাঁর সমুদ্র সৈকতের নির্মল অভিজ্ঞতা তুলে ধরে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। গোলাপি শার্ট আর সাদা প্যান্ট পরা কার্তিক সমুদ্র আর সূর্যাস্তের সৌন্দর্য মন খুলে উপভোগ করলেন।
এদিকে, কার্তিক তাঁর 'ভুল ভুলাইয়া ৩' ছবির সাফল্যে উচ্ছ্বসিত। ২০২৪ সালের তৃতীয় সফল হরর-কমেডি এই ছবি। মুঞ্জিয়া এবং স্ত্রী -র পাশাপাশি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ভুলভুলাইয়া ৩।
আরও পড়ুন-পাকিস্তানের জামাই হতে চলেছেন বাদশা? হানিয়ার সঙ্গে প্রেম নিয়ে অকপট তারকা ব়্যাপার
ছবিতে কার্তিকের সঙ্গে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান ও তৃপ্তি দিমরি। হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্বেও দেখা মিলেছিল কার্তিকের, রুহবাবার ভূমিকায় ফের একবার সফল তিনি।
আরও পড়ুন-নায়িকার মুখ বদলেও লাভ হল না! গৃহপ্রবেশের আগমনে ১১ মাসেই বন্ধ হচ্ছে জলসার এই মেগা
ভুল ভুলাইয়া ৩ পরিচালনা করেছেন আনিজ বাজমি। ২০০৭ সালে মুক্তি পাওয়া 'ভুল ভুলাইয়া' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার ও বিদ্যা বালান। দ্বিতীয় পর্ব ভুল ভুলাইয়া ২ (২০২২) ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি এবং তাবু। অজয় দেবগণের সিংঘম এগেন ছবির সঙ্গে বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে নেমেছিলেন কার্তিক। সিংঘমকে কড়া টক্কর দিয়ে দেশব্যাপী প্রায় ২৪০ কোটি টাকার ব্যবসা করেছে ভুলভুলাইয়া ৩।
৳7,777 IPL 2025 Sports Bonus