মরু শহর আবু ধাবি শনিবরা রাতে বলিউড-ময়। চলতি বছর আইফা অর্থাৎ ইন্টারন্যাশন্যাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসর বসেছে সংযুক্ত আরব আমিরশাহীর এই শহরে। সেখানে একমঞ্চে দেখা মিলল শাহরুখ খান, করণ জোহর, ভিকি কৌশল, জাহ্নবী কাপুরদের।
আরও পড়ুন-‘আমির গেম চেঞ্জার, শাহরুখকে কেউ এক্সপেরিমেন্টাল চরিত্রে অভিনয় করতে দেবে না’: করণ
চলতিবার আইফার জৌলুস খানিক ম্লান সলমন খান, অমিতাভ বচ্চনদের অনুপস্থিতিতে। দেখা মেলেনি সদ্য মা-বাবা হওয়া দীপিকা-রণবীর কিংবা রণবীর-আলিয়ারও। এদিনের অনুষ্ঠানের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেন শাহরুখ খান। এই বছর শুধু সেরা অভিনেতর সম্মান পাননি বাদশা, অনুষ্ঠান সঞ্চালনার গুরু দায়িত্বই ছিল তাঁর কাঁধে। কিং খানের মঞ্চে সঙ্গী ভিকি কৌশল, মাঝেমধ্যে অভিজ্ঞ করণ জোহর।
অনুষ্ঠান চলাকালীন এক বিরল মুহূর্তের সাক্ষী থাকল সকলে। এদিন আইফার তরফে বিশেষ সম্মান জানানো হল করণ জোহরকে। চলতি বছর ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করেছেন পরিচালক করণ। আর তাঁকে সম্মান জানানোর জন্য শাহরুখ খানের থেকে সেরা ব্যক্তি কে হতে পারেন! বিশেষ সম্মান ভূষিত হলেও এই ব্যাপারে বিন্দু বিসর্গ জানা ছিল না করণের। তাই মঞ্চে তাঁর নাম উচ্চারিত হতেই একদম আকাশ থেকে পড়লেন তিনি, রীতিমতো তাঁর মুখ হাঁ! পাশে বসা নুসরত ভারুচার দিকে চাইলেন, জানতে চাইলেন মঞ্চে তাঁর কথাই বলা হচ্ছে কিনা।
এরপর বেশ লজ্জামাখা ভঙ্গিতে গটগটিয়ে হেঁটে উঠলেন স্টেজে। সেখানে ভিকি কৌশলকে জড়িয়ে ধরার পরেই সটান শাহরুখের পা ছুঁয়ে প্রণাম। এরপর করণকে বুকে টেনে নেন বাদশা। করণ জোহরের ২৫ বছরের ফিল্মি কেরিয়ারের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে শাহরুখ খান। পরিচালকের প্রথম ছবি কুছ কুছ হোতা হ্যায়-এর নায়ক এসআরকে। পরবর্তীতে শাহরুখকে নিয়ে ‘কভি খুশি কভি গম’,'কভি অলবিদা না কহনা', ‘মাই নেম ইজ খান’-এর মতো ছবি করেছেন।
ভাইরাল ভিডিয়োতে শাহরুখকে বলতে শোনা গেল, ‘বাবা-মা ছেলেমেয়েদের জন্য উত্তরাধিকার রেখে যান। সেই সকল বাবা-মা সত্যি সৌভাগ্যবান যাঁরা তাঁদের বাবা-মা’র সেই উত্তরাধিকারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যান। এইরকম একজন কিউট, ছোট্ট বাচ্চা নিজের বাবার স্বপ্নই শুধু পূরণ করেননি, বরং সেটা অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন। আমার ভাই, আমার বন্ধু, আমার ভালো-খারাপ সময়ের পার্টনার… করণ জোহর'।
পরিচালক করণের শেষ ছবি ছিল রকি অউর রানি কি প্রেম কাহিনি। আগামি ছবির কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন পরিচালক। তবে সেই ছবি নিয়ে আগাম কোনও তথ্য মেলেনি। এর আগে সলমনকে নিয়ে ‘দ্য বুল’ তৈরির কথা ছিল করণের। তবে সূত্রের খবর আপতত বাক্স বন্দি হয়ে রয়েছে সেই প্রোজেক্ট।