বাংলা নিউজ > বায়োস্কোপ > Kar Kache Koi Update: অবশেষে বিচ্ছেদের পথে শিমুল-পরাগ, কিন্তু কোর্টে বউয়ের চরিত্রের দিকে বারবার আঙুল তোলার পর কী হবে?
পরবর্তী খবর
Kar Kache Koi Update: অবশেষে বিচ্ছেদের পথে শিমুল-পরাগ, কিন্তু কোর্টে বউয়ের চরিত্রের দিকে বারবার আঙুল তোলার পর কী হবে?
1 মিনিটে পড়ুন Updated: 06 Jan 2024, 02:18 PM ISTSubhasmita Kanji
Kar Kache Koi Moner Kotha Update: অবশেষে পরাগের থেকে ডিভোর্স পেল শিমুল। কিন্তু তার আগে বরের নাটক দেখে বাকরুদ্ধ হয়ে যায় সে।
বিচ্ছেদের পথে শিমুল-পরাগ
কার কাছে কই মনের কথা ধারাবাহিকে ফের টানটান উত্তেজনায় ভরপুর পর্ব এসে হাজির। একে অন্যের থেকে ডিভোর্স পেতে চলল শিমুল এবং পরাগ। এদিনের পর্বে দেখা যাবে কোর্টের বাইরে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে শিমুল। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে অখুশি। মন খারাপ। তবুও যে মানুষটা তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল তার সঙ্গে সে আর থাকতে চায় না। ডিভোর্স সে নেবেই এবার।
অন্যদিকে পরাগকে দেখা যায় তার ভাই, ভাইয়ের বউ প্রতীক্ষা এবং প্রেমিকা প্রিয়া ওরফে প্রিয়াঙ্কার সঙ্গে কোর্টে আসে। তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে শিমুলকে আজ যেভাবেই হোক ডিভোর্স দিতে হবে। তারপর শিমুলকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথাও ভাবে। প্রতীক্ষা, প্রিয়া দুজনেই জানায় যে তারা কেউই শিমুলের সঙ্গে থাকতে চায় না। ডিভোর্সের কথা উঠতেই প্রিয়া জানায় তার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। এবার যেন পরাগ তাকে বিয়ে করে। উত্তরে সে জানায় যে শিমুলের থেকে মুক্তি পেলেই সে বিয়ে করে নেবে।
এরপর কোর্টে গিয়ে বিচারকের সামনে নাকিকান্না কাঁদতে দেখা যায় পরাগকে। বিচারকের কাছে ইনিয়েবিনিয়ে স্ত্রীর নামে মিথ্যে কথা বলে। তার চরিত্রের দিকে আঙুল তোলে। শিমুল সবটা ঠান্ডা মাথায় হাসিমুখে সহ্য করে। শেষে বলে যে সে আরও ছয় মাস দেখতে চায় চেষ্টা করে। কারণ তার কোনও তাড়া নেই। এটা শুনেই পাল্টি খায় পরাগ। জানায় সে ডিভোর্স চায় এখনই। নইলে নাকি শিমুল তার উপর অত্যাচার করবে। অবশেষে তারা দুজনেই আইনি বিচ্ছেদের কাগজে সই করার জন্য প্রস্তুত হয়।