গোলুমলু চেহারায় কপিল শর্মাকে দেখার দিন এখন শেষ। বেশ কিছুটা ওজন ঝরিয়ে এখন বেশ ছিপছিপে চেহারা এই কমেডি কিং-এর। এখন তো আর শুধু কমেডিয়ানও বলা চলে না, একাধিক ছবিতে মুখ্য চরিত্রে দেখা মিলেছে তাঁর। শেষ সিনেমা ‘জ্যুইগাটো’ বক্স অফিসে সাফল্য না পেলেও, বিশেষ সমাদর পেয়েছে সিনেপ্রেমীদের মধ্যে। প্রশংসিত হয়েছে কপিলের অভিনয়ও। নন্দিতা দাস পরিচালিত সিনেমাটির উদ্বোধন হয়েছিল টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
সোমবার ইনস্টাগ্রামে একটি নতুন লুক শেয়ার করলেন তিনি। ক্যাপশনে লিখলেন, ‘নতুন কিছুর জন্য নতুন কিছু’। যাতে রয়েছে একটি ভিডিয়ো। দেখা যাচ্ছে, মেকআপ ভ্যানে বসেই ট্রিমার দিয়ে মেকওভার করা হচ্ছে কপিলের দাড়ি। নিউ লুকে কপিলকে দেখা যাবে ফ্রেঞ্চ কাটে।
ভিডিয়ো শ্যুটের সময় কপিল তাঁর হেয়ারড্রেসারকে প্রশ্ন করেন, ‘কোন দেশের দেখতে লাগছে আমাকে?’ আর তাতে জবাব আসে, ‘ইতালীয় স্যার’। কপিল ফের প্রশ্ন করেন, ‘আপনি কি কখনও ইতালি গেছেন?’ যাতে সেই হেয়ার ড্রেসারের জবাব, ‘না স্যার আমি ইতালি যাইনি। তবে হাউজফুল দেখেছি। ওখানে একটা এরকম লুক ছিল।’ এরপর কপিল রসিকতা করে ফ্যানদের উদ্দেশে বলেন, ‘বন্ধুরা! আমাকে কি ইতালীয় দেখাচ্ছে?’ আরও পড়ুন: উচ্চারণ নিয়ে কটাক্ষ!এদিকে টলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় দেবের ৫ ছবি