‘ওকে ব্ল্যাকমেল করে, ঠকিয়ে…’! কাঞ্চন-প্রাক্তনকে নিয়ে সরব শ্রীময়ী, ‘ভুরি ভুরি মিথ্যে বলে চলে গেছেন’, পিঙ্কিই নিশানায়? Updated: 13 Feb 2025, 07:15 PM IST Tulika Samadder নাম না নিলেও, বরের প্রাক্তনদের নিয়ে ফের সরব শ্রীময়ী চট্টোরাজ। ভালোবাসায় আগলে নিয়েছেন কাঞ্চন মল্লিককে। তাই স্বামীর মনে যারা আঘাত হেনেছে, তাঁদেরও এত সহজে ভুলতে পারেন না! নাম না করে কি পিঙ্কিকেই ঠুঁকলেন?