অভিনেত্রী কাজলের ডেবিউ সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’। পরিচালকের আসনে সুপর্ণ ভার্মা। সিরিজের নাম-ভূমিকায় অভিনয় করছেন কাজল। এই সিরিজের কলাকুশলীদের সঙ্গে নিয়ে সদ্য একটি পার্টির আয়োজন করেছেন পরিচালক। পার্টির অন্দরের ছবি হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
সুপর্ণ ভার্মার পার্টিতে চাঁদের হাট। হাজির ছিলেন কাজল, যিশু, আমির আলির মতো অভিনেতা এবং ছবির অন্যান্য কলাকুশলীরা। শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে পার্টি থেকে কাজলের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন যিশু সেনগুপ্ত। সাদা-কালো পোশাক পরে দেখা মেলে কাজলের। যিশু পরেছিলেন কালো শার্ট-প্যান্ট। ছবিগুলি ইনস্টা স্টোরিতে রি-পোস্ট করেছেন কাজল।
আরও পড়ুন: লাল গাউনে আগুন মালাইকা, কালোতে পাওয়ার কাপল সুজান-আরসালান, সবাই হাজির কোথায়

সুপর্ণ ভার্মার পার্টি থেকে ছবি
পুরো টিমের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন আমির আলি। কাজল, যিশু সেনগুপ্তর পাশাপাশি ছবিতে শিবা চাড্ডা, কুব্রা সইয়ত এবং আরও অনেককে দেখা গিয়েছে। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘হ্যাঁ, আমরা শীঘ্রই আসছি। আর এত সুন্দর একটা সন্ধ্যে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ পরিচালক সুপর্ণ ভার্মাকে’।
আমেরিকান কোর্টরুম সিরিজগল্প অবলম্বনে তৈরি হবে ‘দ্য গুড ওয়াইফ’। আমেরিকান সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জুলিয়ানা মার্গুলিস। এখানে সেই চরিত্রে দেখা মিলবে কাজলের। মোট সাতটি সিজন রয়েছে আমেরিকান সিরিজটির। ২০০৯ থেকে শুরু করে ২০১৬ পর্যন্ত চলেছিল সিরিজটি।
আসন্ন এই সিরিজে এক গৃহবধূর চরিত্রে দেখা যাবে কাজলকে। স্বামী জেলে যাওয়ার পর আবার আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি। ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং হবে এই সিরিজ। উল্লেখ্য, আমির আলিকে ব্ল্যাক উইডোজ এবং নকশালবাড়ির মতো সিরিজে দেখা গিয়েছে।