
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বড়দিনটাও আলাদা আলাদা কাটালেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা। সৃজিত মুখোপাধ্যায় দেবের জন্মদিনের একটি ফোটো শেয়ার করে নেন। সেখানে তিনি একফ্রেমে ধরা দেন যিশু সেনগুপ্তর সঙ্গে। অর্থাৎ ২৫ ডিসেম্বর টিম খাদানের সঙ্গেই কাটালেন অভিনেতা। এদিকে নীলাঞ্জনার ইনস্টাগ্রাম স্টোরি বলছে, তিনি দুই মেয়ে, কাছের কিছু বন্ধু ও বোনের সঙ্গে ছিলেন।
চলতি বছরের মাঝামাঝি থেকে সব কিছু হঠাৎই যেন বদলে যেতে শুরু করে। দেখা যায় ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করে দিয়েছেন নীলাঞ্জনা। শর্মা হয়ে গিয়েছেন বিয়ের পর পাওয়া সেনগুপ্ত পদবি মুছে ফেলে। এরপর একের পর এক নানা কথা রটতে থাকে টলিউডের অন্দরে। কেউ দাবি করে, পরকীয়ায় জড়িয়েছেন যিশু। এমনকী সেটা নিজেরই আপ্ত সহায়কের সঙ্গে। দুজনে লিভ ইন করছেন মুম্বইতে।
আরও পড়ুন: দিদি হওয়ার অপেক্ষা! মায়ের বেবিবাম্প আগলে নিম ফুল-খ্যাত মানসীর মেয়ে, কবে ডেলিভারি
আবার আরেকপক্ষর দাবি, নীলাঞ্জনা কনট্রোল ফ্রিক। এতকদিন একসঙ্গে ছিলেও, আর পারছেন না যিশু। স্পষ্টতই দুই পক্ষের ঘনিষ্ঠরা দুই রকমের দাবি করছে। কিন্তু তাঁরা দুজনে প্রকাশ্যে কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি। তবে সোশ্যাল মিডিয়া থেকেই স্পষ্ট হয়েছে, সারা ও জারা মা নীলাঞ্জনার পক্ষে। সারা তো বাবাকে আনফলোও করে দিয়েছেন ইনস্টাগ্রামে। অর্থাৎ, ২০২৪ বদলে দিয়েছে এই পরিবারের সমীকরণ।
তবে ব্যক্তিগত জীবনে নানা ওঠাপড়ার মাজেই, কেরিয়ারের মধ্যগগণে যিশু। বলিউড আর দক্ষিণী ইন্ডাস্ট্রি, দু জায়গাতেই কাজ করছেন। আর বাংলা তো আছেই। খাদান সুপার হিট। ৫ দিনে ৫ কোটির উপর ব্যবসা করেছে বলে জানানো হয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকে।
আরও পড়ুন: ৫ দিনে ৫.১০ কোটি খাদান! দেবের জন্মদিনে বক্স অফিসে টর্নেডো, বড়দিনে সন্তানের আয় কত
আর এরই মাঝে খাদান ২ নিয়ে চর্চা। কিছুটা হয়তো, গাছে কাঠাল গোঁফে তেল, তবে এতে সামিল হয়েছেন দেব-অনুরাগীরা। আর তাতে রীতিমতো তোল্লাই দিচ্ছেন যিশুই। দেবের সঙ্গে প্রায়ই খুনসুটি করতে দেখা যায় অভিনেতাকে। ব্রোম্যান্স অনস্ক্রিন ছাড়িয়ে অফস্ক্রিনেও।
আরও পড়ুন: অনুরাগের ছোঁয়ায় ত্রিকোণ প্রেম! সোনা-রূপার প্রেমিক হয়ে এন্ট্রি নিতে চলেছেন জি বাংলার এই হিরো
সম্প্রতি এইসময়ের সঙ্গে সাক্ষাৎকরে নতুন বুদ্ধিও বাতলে দিয়েছেন। আসলে যিশুর দাবি, কিছুতেই তাঁকে ছাড়া করা যাবে না খাদান। আর সেই কারণে, খাদান ২-এর গল্পও ভেবে ফেলেছেন। হাসতে হাসতে গড়িয়ে পড়েছেন যদিও তা বলতে গিয়ে। শুনে দেবও। যিশু বলেন, ‘জানি না যেখান থেকে পারো আমার অবৈধ ছেলে নিয়ে এসো… কোথাও গিযে কিছু করেছিল। সে ছেলে এখন এসে হাজির। আমাকে বাদ দিয়ে খাদান ২ করলে হবে না…’!
6.88% Weekly Cashback on 2025 IPL Sports