দুই বোনের একটাই প্রেমিক! ধারাবাহিকে যেন এই মোড় ছাড়া টিআরপিই পায় না! তাই তো বহুসময় জনপ্রিয়তা বাড়াতে এই রাস্তা বেছে নেয় বাংলা ধারাবাহিকগুলি। বর্তমানে দর্শক দেখতে পারবেন এই ‘প্রেম’ নিয়ে টানাটানি অনুরাগের ছোঁয়াতে। সোনা-রূপা বড় হয়েছে, আলাদাও হয়ে গিয়েছে। এখন তো দুজনে জানেও না তাঁরা দুই বোন। আর এরই মাঝে দুজনের ‘কমন ভালোবাসা’ হয়ে অনুরাগের ছোঁয়াতে এন্ট্রি নিচ্ছেন জি বাংলার জনপ্রিয় মুখ।
এই হিরো হলে নিম ফুলের মধু-তে অভিনয় করা ঋষভ চক্রবর্তী। খুব জলদিই স্টার জলসার অনুরাগের ছোঁয়ায় সোনা-রূপা আর ঋষভের চরিত্রের মধ্যে লাভ ট্রায়েঙ্গেল দেখতে পারবে দর্শক। ইতিমধ্যেই প্রোমো শ্যুট হয়ে গিয়েছে। আজকালের মধ্যে তা চলেও আসার কথা। যদিও এখনও জানা যায়নি ঋষভের চরিত্রের নাম কী হতে চলেছে।
আরও পড়ুন: মৃত্যু মুখ থেকে ফিরলেন রণবীর এলাহাবাদিয়া, প্রমিকাকে নিয়ে ডুবে যাচ্ছিলেন গোয়াতে
ধারাবাহিকের শুরু থেকই আলাদা সূর্য আর দীপা। লীনা গঙ্গোপাধ্যায়ের এই মেগায় তখন এই দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি ছিল মিশকা। কদিন আগে মিশকা অর্থাৎ অহনা আবার ফিরে এসেছেন সিরিয়ালে। তবে এবার তাঁর উদ্দেশ্য যতটা না সূর্যকে নিজের করা, তার থেকে অনেক বেশি হল দীপার ক্ষতি করা।
আরও পড়ুন: ঋতাভরীর নতুন বাড়ির অন্দরসজ্জা লা জবাব! পরম-পিয়া থেকে আবির-ঋতুপর্ণা, কারা এলেন হাউজওয়ার্মিংয়ে
আপাতত অনুরাগের ছোঁয়াতে দেখানো হচ্ছে এক দূর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েছে রূপা। যে চরিত্রে অভিনয় করছেন প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা। আর অন্যদিকে শোনা হিসেবে দেখা যাচ্ছে দেবাদৃতার বোন দেবপ্রিয়ার। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিক। বর্তমানে জলসার অন্যতম পুরনো মেগা এটাই।
আরও পড়ুন: অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদ-চর্চা থামতেই নতুন শুরু! অগস্ত্য-সুহানা আলাদা বড়দিনে, প্রেমটা কি কেটে গেল?
জি বাংলার 'নিম ফুলের মধু' এবং 'অষ্টমী' ধারাবাহিকে অভিনয় করছেন ঋষভ। খুব জলদি তাঁকে দেখা যাবে ১০ই জুন সিনেমাতেও। সিনেমায় সৌরভ দাস এবং সৌমিতৃষা কুণ্ডুর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋষভ। এর আগে 'কিশমিশ' ছবিতে দেবের কলেজের বন্ধুর চরিত্রে দেখা গেছিল ঋষভকে। যদিও সবার নজর কেড়েছিলেন জি বাংলার 'পান্ডব গোয়েন্দা' ধারাবাহিক দিয়ে। অভিনয়ের পাশাপাশি নিজেই একাধিক ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ভিডিয়ো বানান। সেখানে যেমন তিনি গান করেন, তেমন অভিনয় আর পরিচালনাও। এখন দেখার ঋষভের এন্ট্রির পর কি মোড় আসে অনুরাগের ছোঁয়াতে।