গত বছর থেকেই সংবাদ মাধ্যমের শিরোনাম বারবার ছিনিয়ে নিয়েছে যীশু সেনগুপ্তের ব্যক্তিগত জীবনের চাপান্তর। নীলাঞ্জনার সঙ্গে ডিভোর্স না হলেও তাঁরা যে এক বাড়িতে এখন আর থাকেন না, তা এখন স্পষ্ট সকলের কাছে। দুই মেয়েকে নিয়ে নীলাঞ্জনা এখন একাই থাকেন বাড়িতে। এবারের দোল উৎসব যেন একেবারে অন্যরকম তাঁর কাছে। কাদের সঙ্গে এবার রঙ খেললেন নীলাঞ্জনা? বারবার কাকে মিস করলেন তিনি?
নীলাঞ্জনা যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে প্রথমেই বাড়ির ঠাকুর ঘরের ছবি এবং ফুলের ছবি। এরপরেই ছোট মেয়ের দোল খেলার বেশ কয়েকটি ছবি দেখা যাচ্ছে। ছোট মেয়ের পাশাপাশি বড় মেয়েকেও দেখা যাচ্ছে রঙ খেলতে। তবে আপনি যদি ভালো করে ছবিগুলি দেখেন তাহলে বুঝতে পারবেন, বাড়ির বড় মেয়ে এখন বাড়ির বাইরে রয়েছে। ছোট মেয়ে এবং বড় মেয়ের রঙ খেলার ছবিগুলি একসাথে এডিট করে ভিডিয়োটি বানানো হয়েছে।
আরও পড়ুন: দোলে জামাল কুদু গানে নাচ বনি-কৌশানির, সামনে বসে উৎসাহ দিলেন কে?
বড় মেয়ে অর্থাৎ সানা যে বাড়িতে নেই, সেটা স্পষ্ট হয়ে যায় নীলাঞ্জনার ক্যাপশন দেখলেই। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাড়ির বাইরে এটা তোমার প্রথম হোলি। তোমাকে ছাড়া আমাদের এটা প্রথম রঙ খেলা। জারু এবং আমি তোমাকে ভীষণ ভাবি মিস করছি।' নীলাঞ্জনার এই পোস্টে কমেন্ট করে বড় মেয়ে সারা লিখেছেন, 'আমিও তোমাদের ভীষণভাবে মিস করছি।’
এই বছরের দোল আরও একটা বিষয়ে স্পেশাল নীলাঞ্জনার কাছে। একদিকে তিনি নিজের স্বামী এবং বড় সন্তানের থেকে দূরে রয়েছেন ঠিকই কিন্তু অন্যদিকে তিনি পাশে পেয়েছেন এমন কিছু মানুষকে, যারা সব সময় আগলে রেখেছেন তাঁকে। তাই বাড়ির পরিচারিকাদের নিয়েই এবারের দোল উৎসব পালন করলেন নীলাঞ্জনা।
আরও পড়ুন: বিয়ে না করেই মা! বলিউড জয় করতে আসছেন ‘পুষ্পা ২’ খ্যাত এই নায়িকা, কে তিনি?
প্রসঙ্গত, যীশু সেনগুপ্তের পরকীয়ার চর্চা তুঙ্গে থাকলেও এই বিষয় নিয়ে অভিনেতা কোনও কথা বলেননি। বাড়ি থেকে দূরে তিনি রয়েছেন ঠিকই কিন্তু কাজ থেকে দূরে নেই। সম্প্রতি জি বাংলার ‘ড্যান্স বাংলা ড্যান্স’ অনুষ্ঠানে দেখা যাচ্ছে যীশু সেনগুপ্তকে। তবে সঞ্চালনা নয়, বিচারকের ভুমিকায় দেখা যাবে তাঁকে।