শাহরুখ ম্যাজিক দেখার জন্য আরও একবার বোধহয় সকলেই প্রস্তুত হয়ে যেতে হবে। চলতি বছরের শুরুতেই পাঠান বক্স অফিসের সমস্ত হিসেব নিকেষ পাল্টে ফেলেছিল। এবার পালা জওয়ানের। ছবিটি মুক্তি পেতে এখনও দেড় সপ্তাহ বাকি। কিন্তু হলে কী হবে? উন্মাদনা যে তুঙ্গে! এখনও ট্রেলার মুক্তি পায়নি ছবির এদিকে দর্শকরা অ্যাডভান্স বুকিং করার জন্য মুখিয়ে আছে। আস্ক এসআরকে সেশন করলে অধিকাংশ ভক্তের একটাই প্রশ্ন টিকিট কবে থেকে কাটা যাবে? আর এটাই বোধহয় কিং খানের জাদু বা পাওয়ার যাই বলুন না কেন।
তবে ভারতে এখনও অ্যাডভান্স বুকিং শুরু না হলেও বিদেশের একাধিক জায়গায় কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, অস্ট্রেলিয়া, সৌদি আরব, জার্মানি, ইত্যাদি দেশে এখনই জওয়ান ছবির টিকিট কাটা যাচ্ছে। ভারতে সামগ্রিক ভাবে এখনও চালু হয়নি এই অ্যাডভান্স বুকিং। তবে কিছু জায়গায় কিন্তু অ্যাডভান্স বুকিং খুলেছিল, অ্যান্ড গেস হোয়াট! নিমেষেই সমস্ত টিকিট বিক্রি গিয়ে গিয়েছে। জওয়ান ছবির নতুন গানের টিজার প্রকাশ্যে আসার পর মুম্বই এবং থানের কিছু জায়গায় কয়েক ঘণ্টার জন্য অ্যাডভান্স বুকিং অপশন খোলা হয়। আর ভক্তরা কিন্তু মোটেই অপেক্ষা করেননি সেই সুযোগ হাতছাড়া করার।
আরও পড়ুন: 'কবে আসবে ট্রেলার?' ভক্তের প্রশ্নে কী বললেন 'জওয়ান' শাহরুখ?
আরও পড়ুন: 'বিনা পারিশ্রমিকেও কাজ করতে রাজি ছিলাম', ‘জওয়ান’ নিয়ে বললেন বিজয়
কিছু কিছু জায়গায় তো টিকিটের দাম ১১০০ টাকা পর্যন্ত রাখা হয়েছে। তবুও লালমোহন গাঙ্গুলির ভাষায় হট কচুরিজের মতো সেগুলো সব বিক্রি হয়ে গিয়েছে।
থানের সিনেপিলসে মাত্র ১৫ মিনিটের মধ্যে জওয়ান ছবির সমস্ত অ্যাডভান্স টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এক ভক্ত এই বিষয়ে একটি টুইট করে লেখেন, 'এটা তো কেবল ট্রেলার। সবে জওয়ানের শুরু। একবার আনুষ্ঠানিক ভাবে টিকিট বিক্রি শুরু হোক তারপর দেখবেন অ্যাডভান্স টিকিট বিক্রির ক্ষেত্রে কীভাবে এটা বেঞ্চমার্ক তৈরি করে। আর জওয়ানের ট্রেলার সেই স্পিডটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। শাহরুখ খান ব্যাক ইন ফর্ম।'
আরেক ব্যক্তি লেখেন, 'সিনেপলিসের সমস্ত টিকিট মাত্র ১৫ মিনিটে বিক্রি হয়ে গিয়েছে। এটা তো কেবল শুরু। জওয়ানের টিকিট পাঠানের থেকেও দ্রুত বিক্রি হবে।'
আরেক টুইটার ব্যবহারকারী লেখেন, 'আধ ঘণ্টার মধ্যে সমস্ত শো হাউজফুল। টিকিটের দাম ১১০০ টাকা। ভিভানা মলের সিনেপলিসের টিকিট দ্রুত বিক্রি হচ্ছে। ঝড় উঠবে শীঘ্রই।'
জওয়ান ছবিটি এই বছরে শাহরুখের দ্বিতীয় ছবি হতে চলেছে পাঠানের পর। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এটি। কিং খান ছাড়াও এখানে নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, প্রমুখ থাকবেন। দীপিকাকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।