Jawan Worldwide Box Office: না, ১০-১২ কিংবা ২০-২২ দিনে নয়, মাত্র ৮ দিনেই ৭০০ কোটির গণ্ডি টপকাতে চলল জওয়ান। শাহরুখের ছবি যেন অদম্য গতিতে এগিয়ে চলেছে।
বিশ্বজুড়ে মাত্র ৮ দিনেই ৭০০ কোটি আয় করার পথে কিং খানের ছবি
সপ্তাহ ঘুরে আরও একটা উইকেন্ড চলে এল। আর বলাই বাহুল্য শাহরুখ খানের ছবির সামনে আরও একটি সুযোগ চলে এল লাফিয়ে লাফিয়ে আরও বেশি আয় করার জন্য। আবারও নতুন নতুন রেকর্ড গড়ার জন্য। ইতিমধ্যেই এই ছবিকে ব্লকব্লাস্টার ঘোষণা করা হয়েছে, আর এদিকে দেখতে দেখতে ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৭০০ কোটি টাকা আয় করে ফেলেছে।
বিশ্বজুড়ে শাহরুখ খানের ছবি জওয়ানের বক্স অফিস কালেকশন
ট্রেড অ্যানালিস্ট মনোবল বিজয়বালা জানিয়েছেন বিশ্বজুড়ে জওয়ান ২৮ কোটি টাকা আয় করেছে বৃহস্পতিবার। একই সঙ্গে ছবি রিলিজ থেকে আজ পর্যন্ত কবে কত টাকা আয় করেছে এই ছবি সেই হিসেব দেখিয়েছেন। তিনি লিখেছেন, 'জওয়ানের বিশ্বজুড়ে আয়। শাহরুখ খানের ছবি ৭০০ কোটির থেকে আর একটু দূরে।' সঙ্গে তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন, জওয়ান, শাহরুখ খান, নয়নতারা, অ্যাটলি।
এরপর দিন ভাগ করে কবে এই ছবি কত আয় করেছে সেটার হিসেব দেখিয়েছেন। এই ট্রেড অ্যানালিস্টের রিপোর্ট অনুযায়ী -
পঞ্চম এবং ষষ্ঠ দিন জওয়ান ৫২.৩৯ কোটি এবং ৩৪.২১ কোটি টাকা আয় করেছে যথাক্রমে। সপ্তম এবং অষ্টম দিনে ছবিটি ৩৪.০৬ কোটি এবং ২৮.৭৯ কোটি টাকা আয় করেছে জওয়ান। অর্থাৎ এটি এখনও পর্যন্ত মোট ৬৮৪.৭১ কোটি টাকা আয় করেছে।
বৃহস্পতিবার এই ছবি উত্তর আমেরিকায় ৩৩৪,৪৭৬ ডলার আয় করেছে। অর্থাৎ এই দেশে এটি মোট ৯,৬৭৫,১৯১ ডলার বা ৮০.৩৭ কোটি টাকা আয় করেছে। একটি টুইটে জানানো হয়েছে, 'একই বছর শাহরুখের দুটি চভ পর পর ১০ মিলিয়ন ডলার আয় করতে চলেছেন দ্বিতীয় ছবি এই শুক্রবারেই এই ক্লাবে ঢুকে যাবে। বহু বছর পর একটা নতুন রেকর্ড গড়তে চলেছে।'