দিনকয়েক আগে জাতীয় পুরস্কারের মঞ্চে বিয়ের শাড়ি পরে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। পোশাক রিসাইকেল করে নেট-নাগরিকদের মন জয় করে নিয়েছিলেন রণবীর কাপুর-পত্নী। এইচটিএলএসের প্রোগ্রামে এসে আলিয়া জানিয়েছিলেন, ‘দুটো আলাদা আলাদা অনুষ্ঠান। কিন্তু দুটোই আমার কাছে স্পেশাল অনুষ্ঠান। আর সেই কারণেই একটি স্পেশাল অনুষ্ঠানের শাড়ি পরে অন্যটায় যাওয়া।’
দিওয়ালি পার্টিতে একই পথে হাঁটতে দেখা গেল জাহ্নবী ও খুশি কাপুরকেও। জাহ্নবী পরেন বেগুনি রঙের একটি হাফ শাড়ি। যেটি তিনি পরে গিয়েছিলেন অন্ধ্রপ্রেদেশের তিরুমালা মন্দিরে অগস্ট মাসে। প্রেমিক শিখর পাহাড়িয়াকে নিয়ে গিয়েছিলেন সেই সময় পুজো দিতে। এই শাড়িটি আসলে মা শ্রীদেবীর। করণের দিওয়ালি পার্টিতে জাহ্নবীকে যেমন লাগছিল ঠিক যেন মায়ের প্রতিচ্ছিবি। মাথায় জেসমিনের ফুল, খুব সামান্য সাজে অপরূপা লাগছিল দেখতে।
খুশির শাড়িটিও এর আগে পরতে দেখা গিয়েছে জাহ্নবীকে। এপ্রিলেও তিরুপতি মন্দিরে গিয়েছিলেন জাহ্নবী, তখন পরনে ছিল এই শাড়িটিই।
আরও পড়ুন: সৌরভের রাজনীতিতে আসার গুঞ্জন! দাদাগিরিতে ভোটে দাঁড়ানো নিয়ে খুদেকে কী বললেন সৌরভ
মা ও দিদির পথে হেঁটে অভিনয় জগতে ইতিমধ্যেই পা রেখে ফেলেছেন খুশি কাপুর। সম্প্রতি সামনে এসেছে তাঁর প্রথম সিনেমা দ্য আর্চিস-এর ট্রেলারও। এই ছবি দিয়ে বলিউডে ডেবিউ করছেন আরও দুই স্টারকিড। শাহরুখ-কন্যা সুহানা কাপুর ও অমিতাভের নাতি অগস্ত্য নন্দা। আরও পড়ুন: লাল শাড়ি, গলায় রুদ্রাক্ষ, হাতে অস্ত্র, দেবী চৌধুরানীর চোখ ধাঁধানো লুকে শ্রাবন্তী! দেখে নিন অন্য চরিত্রদেরও