বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া মাঝে মধ্যেই কোনও না কোনও কারণে শিরোনামে থাকেন। তারা তাঁর পেশাগত জীবনের চেয়ে তাঁর প্রেম জীবনের কারণে বেশি খবরে থেকেছেন। এদিকে রণবীর কাপুরের পিসতুতো ভাই আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পর বেশকিছুদিন ধরেই কারও না কারও সঙ্গে তাঁর নাম জড়াতে শোনা যাচ্ছে। কিছুদিন আগেই এপি ধিলোঁর সঙ্গে তাঁর সম্পর্কের খবর চর্চায় উঠে এসেছিল তারার। কিন্তু এখন বলিউড অভিনেতা বীর পাহাড়িয়ার সঙ্গে জুড়েছে তারা সুতারিয়ার নাম।
শুধু তাই নয়, বর্তমানে তাঁদের কথাবার্তায় মনে হচ্ছে দু'জনেই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন সকলের সামনে। সম্প্রতি, তারা সুতারিয়া এপি ধিলোঁর সঙ্গে ফটোশুট করেছেন, যার ছবি তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। এই সিজলিং ফটোশুটে, তারা এবং এপি উভয়কেই একে অপরের সঙ্গে স্বচ্ছন্দে পোজ দিয়েছেন। ফটোশ্য়ুটে তারা একটি শর্ট শিমারি ব্যাকলেস ওয়ান-পিস পোশাক পরেছেন, যাতে তাঁকে খুব গ্ল্যামারাস দেখাচ্ছে। একই সঙ্গে সাদা শার্টের সঙ্গে কালো প্যান্ট পরেছেন এপি ধিলোঁ।
তারা সুতারিয়া এবং এপি ধিলনের এই ফটোশুটের নিচে কমেন্টে অভিনেতা বীর পাহাড়িয়ার মন্তব্য সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তারার ছবিতে কমেন্ট করে তাঁর চর্চিত প্রেমিক বীর লিখেছেন, 'মাই'। এর সঙ্গে বীর একটি তারকা এবং লাল হৃদয় ইমোজিও শেয়ার করেছেন। এর উত্তরে তারাও পাল্টা লেখেন, 'আমার'। এর সঙ্গে হার্ট ও ইভিল আই ইমোজিও শেয়ার করেছেন অভিনেত্রী। বলাই বাহুল্য এই কমেন্টে তারা এবং বীর দুজনেইএকে অপরকে নিজের বলে দাবি করছেন। আর তাতেই বেশ স্পষ্ট যে তারা এবং বীর সম্পর্কে রয়েছেন ইনস্টাগ্রামে এই কমেন্টই তাঁদের সম্পর্ককে একপ্রকার অফিসিয়াল করে দিয়েছে।
প্রসঙ্গত বীর পাহাড়িয়ার ভাই শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন জাহ্নবী কাপুর। তাঁরা শীঘ্রই বিয়েও করবেন বলে শোনা যায়।