আজমেরী হক বাঁধন, মডেল, অভিনেত্রী, চিকিৎসক, বাংলাদেশ
মাতৃভাষা তো মায়ের সঙ্গে সম্পৃক্ত। এটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে যে সে তার মায়ের ভাষায় কথা বলবে, মনের ভাব প্রকাশ করবে। গোটা পৃথিবীর প্রতিটি মানুষের কাছে-ই তাঁদের মাতৃভাষা গুরুত্বপূর্ণ। তবে আমাদের বাংলাদেশের মানুষের কাছে ২১ ফেব্রুয়ারি দিনটি আবেগের, কারণ আমাদের থেকে একদিন তো মায়ের ভাষাকেই ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল, আর ভাষা শহিদরা মাতৃভাষাকে প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছিলেন। তাই মাতৃভাষা নিয়ে পৃথিবীর অন্যান্য প্রান্তের মানুষের থেকেও আমাদের আবেগটা হয়ত একটু বেশি। এই বিশেষ দিনে আমরা ভাষা শহিদদের শ্রদ্ধা জানাই। ২১ ফেব্রুয়ারি এখন যদিও শুধু বাংলা ভাষা নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২১ ফেব্রুয়ারি, এই দিনটির সঙ্গে বাংলাদেশের অন্যান্যদের মতোই আমারও ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে। ছোটতে বই- এ পড়েছি ভাষা আন্দোলনের কথা, ভাষা শহিদদের কথা, বাংলাভাষা প্রতিষ্ঠা পাওয়ার কথা। ছোটবেলায় আমারা এই দিনে শহিদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানিয়েছি। আর এখন আমার ১১ বছরের মেয়েও সেই প্রথা পালন কর চলেছে। আমাদের এখানে স্কুলগুলিতে এই প্রথা প্রত্যেক বছরই পালন করা হয়। আমার মেয়ে বা বাংলাদেশের অন্যান্য ছেলেমেয়েরা ছোট থেকেই এই বিষয়টা জেনেই বড় হয়। ওদের বড় হওয়ার সঙ্গেই ভাষা আন্দোলনের ইতিহাস জড়িয়ে যায়।