Lakme Fashion Week x FDCI: গৌরী এবং নৈনিকের ডিজাইন করা দুর্দান্ত পোশাকে ব়্যাম্পে ধরা দিলেন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় জ্যোৎস্না চিন্নাপ্পা, তানভি খান্না, আনাহাত সিং, দীপিকা পাল্লিকাল এবং অভয় সিংরা।
ভারতীয় স্কোয়াশ খেলোয়াড়রা ব়্যাম্পে গৌরী ও নৈনিকারের পোশাকে
ল্যাকমে ফ্যাশন উইক ও এফডিসিআই ২০২৩-এর তৃতীয় দিনে ক্যাপ্রেসি এক্স গৌরী এবং নৈনিকা শো ছিল তারকা খচিত। জ্যোৎস্না চিনপ্পা, তানভি খান্না, আনাহাত সিং, দীপিকা পাল্লিকাল এবং অভয় সিং থেকে শুরু করে কিছু জনপ্রিয় ভারতীয় স্কোয়াশ খেলোয়াড়রা ডিজাইনার জুটির দুর্দান্ত স্প্রিং সামার ২০২৪ কালেকশনের পোশাক পরে ব়্যাম্পে হাজির হয়েছিলেন।
এ দিন পাঁচজন খেলোয়াড়ের প্রত্যেককেই প্রকৃত পেশাদারদের মতো দেখাচ্ছিল। চটকদার এবং আরামদায় পোশাকে তাঁদের ছবি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁদের আউটফিট কালেকশন ১৯২০-র দশকে প্যাকেট প্রিন্ট থেকে অনুপ্রেরণা নেওয়া। অভয় সিং থেকে শুরু করে, এই চমত্কার স্কোয়াশ খেলোয়াড়দের সাদা শার্টের সঙ্গে অল-ব্ল্যাক ফিটেড স্যুটে ড্যাপার পরে দারুণ দেখাচ্ছিল ব়্যাম্পে।