সম্প্রতি একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে ইথিওপিয়ার একটি আদিবাসী গোষ্ঠী মুরসির কিছু মানুষ ভারতীয় গান গাইছেন। আরও ভালো করে বললে বলিউডের। আর সেই গান তাঁদের শিখিয়েছেন এক ভারতীয় ব্লগার। ভাবছেন কোন গান? পরদেশী জানা নেহি।
আরও পড়ুন: মেয়েকে সঙ্গে নিয়ে প্রথম দোল! রঙিন দিনে 'কমরেড' অনিন্দিতাকে খোলা চিঠি সুদীপের, কী লিখলেন?
কী ঘটেছে?
বিনোদ কুমার নামক এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে ফিঞ্জ ক্যাপশনে দিয়েছেন, 'মুরসি ট্রাইবের সঙ্গে নাইট ক্যাম্পিং।' সেই ব্যক্তি মাঝে বসে আছেন, তাঁর সামনে একটি ফাঁকা ড্রাম রাখা। আর তাঁকে ঘিরে রয়েছেন এই আদিবাসী গোষ্ঠীর মানুষরা। এরপর ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি পরদেশী জানা নেহি গানটির একটি করে লাইন গাইছেন আর তাঁর পর সেই আদিবাসী গোষ্ঠীর মানুষরা সেই লাইনটি রিপিট করছেন। এভাবেই তাঁরা গানটির বেশ কয়েকটি লাইন গান। গোটা ভিডিয়ো জুড়েই তাঁদের সেই গানটি এভাবেই গাইতে দেখা যায়।
আরও পড়ুন: 'এটুকুই তো আবদার' বলে দোলে একি কাণ্ড ঘটালেন অঙ্কুশ! জিয়াগঞ্জের রাস্তায় অরিজিৎকে পাকড়াও করে চলল হোলি খেলা
এই বিষয়ে বলে রাখা ভালো, এই পরদেশী জানা নেহি গানটি বেলা সুলাখি এবং সুরেশ ওয়াদকর। গানটি ১৯৯৬ সালে মুক্তি পাওয়া রাজা হিন্দুস্তানি ছবিতে ব্যবহৃত হয়েছিল।
কী বলছে নেটপাড়া?
ইতিমধ্যেই এই ভিডিয়ো কয়েক লক্ষ বার দেখা হয়েছে। পেয়েছে প্রায় দেড় লাখ লাইক। যদিও কেউ কেউ সেই আদিবাসী গোষ্ঠীর গায়ের রং নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন কিন্তু অধিকাংশ মানুষই প্রশংসা করেছেন।
এক ব্যক্তি লেখেন, 'কী দুর্দান্ত!' কেউ আবার লেখেন, 'মনটা পুরো ভরে গেল। খুব সুন্দর।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'মানুষের অসাধ্য কিছুই নেই যে এটা তার প্রমাণ।' প্রসঙ্গত যে ব্যক্তি এটি পোস্ট করেছেন তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়ান, সেগুলো তাঁর ইনস্টাগ্রাম এবং ইউটিউবে পোস্ট করেন। বর্তমানে তিনি আফ্রিকায় রয়েছেন।
আরও পড়ুন: সদ্যই হারিয়েছেন শাশুড়ি, দিদাকে, শোকের মাঝেই রং খেলায় মেতে উঠলেন হবু মা অহনা?