বাংলা নিউজ > বায়োস্কোপ > Income Tax: ইউটিউব থেকে 'কোটি' আয়! ৯ জনের বাড়িতে হল আয়কর হানা, তালিকায় ১ জনপ্রিয় অভিনেত্রী
পরবর্তী খবর
Income Tax: ইউটিউব থেকে 'কোটি' আয়! ৯ জনের বাড়িতে হল আয়কর হানা, তালিকায় ১ জনপ্রিয় অভিনেত্রী
1 মিনিটে পড়ুন Updated: 23 Jun 2023, 09:05 AM ISTRanita Goswami
গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি)-এর বিধান অনুসারে, ইউটিউবার এবং ব্লগার, যাঁদের বার্ষিক ২০ লক্ষ টাকার বেশি আয় তাঁরা বাধ্যতামূলকভাবে জিএসটি আইনের অধীনে পড়ছেন। তাঁদের আয়ের উপর ভিত্তি করে, এই জিএসটি আইনির আওতায় আসা ইউটিউবারদের ১৮ শতাংশ GST চার্জ করা হবে ৷
ইউটিউবারের বাড়িতে আয়কর হানা
ইউটিউব থেকে অতিরিক্ত আয়! কেরালায় এবার জনপ্রিয় ইউটিউবারদের বাড়িতে হানা দিল আয়কর দফতর। জানা যাচ্ছে, মোট ৯ জন ইউটিউবারের বাড়িতে তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। একইভাবে তল্লাশি চালানো হয়েছে কেরালার জনপ্রিয় অভিনেতা পার্লে মানির বাড়িতেও। এর্নাকুলামের আয়কর বিভাগেরএনফোর্সমেন্ট উইং-এর উদ্যোগে ত্রিশুর, এর্নাকুলাম, আলাপুঝা, কোট্টায়ম, পাথানমথিট্টা এবং কাসারাগোড জেলার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়।
গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি)-এর বিধান অনুসারে, ইউটিউবার এবং ব্লগার, যাঁদের বার্ষিক ২০ লক্ষ টাকার বেশি আয় তাঁরা বাধ্যতামূলকভাবে জিএসটি আইনের অধীনে পড়ছেন। তাঁদের আয়ের উপর ভিত্তি করে, এই জিএসটি আইনির আওতায় আসা ইউটিউবারদের ১৮ শতাংশ GST চার্জ করা হবে — যার মধ্যে ৯শতাংশ কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর (CGST) এবং ৯ শতাংশ রাজ্য পণ্য ও পরিষেবা কর (SGST) রয়েছে৷
জানা যাচ্ছে, যে সমস্ত ইউটিউবাররা আয়করের নজরে এসেছেন, তাঁদের বার্ষিক আয় প্রায় ১-২ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। প্রচারমূলক সামগ্রী এবং অন্যান্য অপ্রকাশিত বিনিয়োগের মাধ্যমে তাঁরা এই পরিমাণ টাকা উপার্জন করেন। তথ্যপ্রযুক্তি বিভাগ ইউটিউবারদের স্টেটমেন্ট রেকর্ড করেছে এবং তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং অন্যান্য আর্থিক নথি পরীক্ষা করার পরই তল্লাশি চালিয়েছে বলে খবর। যদিও কিছু ইউটিউবার আয়কর আধিকারিকদের কাছে উল্লেখ করেছেন যে তাঁদের নির্দিষ্ট মাসিক আয় নেই। বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে তাঁরা উপার্জন করেন, যদিও সেই আয় দর্শকদের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়।