Huma Qureshi Birthday video: টেবিলের উপর সাজানো একাধিক কেক। পরনে তাঁর থাই স্লিট লাল ঝলমলে ডিপনেক গাউন। ছুরি হাতে কেক কাটার আগের মুহূর্তে নেচে উঠেছেন হুমা কুরেশি। মোমবাতিতে ফুঁ দিয়ে কেকে ছুরি বসান অভিনেত্রী। দেখুন ভিডিয়ো-
হুমার জন্মদিন পার্টির অন্দরের ঝলক
একের পর এক ভিন্ন ধারার ছবি, অভিনয়ের জোরেই বলিউডে অল্প সময়ে নিজের জায়গা পাকা করে ফেলেছেন অভিনেত্রী হুমা কুরেশি। চলতি বছর ৩৭-এ পা রেখেছেন অভিনেত্রী। জন্মদিনের বিশেষ দিনের ঝলক নেটমাধ্য়মের পাতায় শেয়ার করেছেন হুমা। এ দিন লাল ডিপনেক ঝলমলে গাউনে সেজেছিলেন অভিনেত্রী।
এ বছরের জন্মদিনে কাছের মানুষদের নিয়ে কোনও এক রেস্তোরাঁয় সেলিব্রেট করেছেন হুমা। টেবিলের উপর সাজানো একাধিক কেক। ছুরি হাতে কেক কাটার আগের মুহূর্তে নেচে উঠেছেন অভিনেত্রী। পরনে তাঁর থাই স্লিট লাল ঝলমলে ডিপনেক গাউন। মোমবাতিতে ফুঁ দিয়ে কেকে ছুরি বসান অভিনেত্রী। ভিডিয়ো শেয়ার করে হুমা লিখেছেন, ‘আমার এমন কাউকে চেনা নেই যাদের আমার মতো নিজেদের জন্মদিন নিজেদের কাছে অনেকটাই বেশি প্রিয়’।