বলিউডের অন্যতম প্রবাদপ্রতিম অভিনেতা হলেন হৃতিক রোশন। স্টার কিড হওয়া সত্বেও নিজ গুণে বিনোদন জগতে জায়গা পাকা করেছেন গ্রিক গড। তাঁর বাবা রাকেশ রোশন তো একজন খ্যাতনামা অভিনেতা এবং পরিচালক। কিন্তু তাঁদের গোটা ফ্যামিলি ট্রির কথা জানেন কি? চলুন দেখা যাক।
হৃতিকের ফ্যামিলি ট্রি
হৃতিকের দাদুর নাম রোশন লাল নাগগ্রাথ। তিনি রোশন নামেই পরিচিত ছিলেন। তিনি একজন এসরাজ বাদক এবং সঙ্গীত পরিচালক ছিলেন। তিনি ১৯৫০ এর দশকে সঙ্গীত পরিচালক হিসেবে বলিউডে পা রাখেন। কাজ করেছেন মহম্মদ রফি, প্রমুখের সঙ্গে।
রোশন বিয়ে করেন ইরা নামক এক মহিলাকে। তাঁদের দুই সন্তান হলেন রাকেশ রোশন এবং রাজেশ রোশন। রাকেশ রোশন প্রথমে অভিনেতা হিসেবেই আত্মপ্রকাশ করেন। রেখা, জয়া প্রদা, হেমা মালিনী, প্রমুখের মতো অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তিনি। পরবর্তীতে তিনি পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। কৃশ ফ্র্যাঞ্চাইজি সহ করণ অর্জুন, ইত্যাদির মতো ছবি উপহার দিয়েছেন।
আরও পড়ুন: সত্যিই নীলের সঙ্গে ‘চুক্তির বিয়ে’তে ইতি টানছেন? জল্পনা রটতেই তৃণা বললেন, 'সমস্যায় পড়ছি...'
রাকেশ রোশনের ছেলে হলেন হৃতিক রোশন। তিনিও ২০০০ সালে কহো না পেয়ার হ্যায় ছবির মাধ্যমে বলিউড পা রাখেন। সেই ছবি দারুণ হিট হয়। এবং আর পিছু ফিরে দেখতে হয়নি অভিনেতাকে। ধুম, ওয়ার, কভি খুশি কভি গম ইত্যাদির মতো ছবি উপহার দিয়েছেন তিনি। পরবর্তীতে তিনি বিয়ে করেন সুজেন খানের সঙ্গে। তাঁদের দুটো ছেলে আছে, হৃহান এবং হৃদান। যদিও বর্তমানে সুজেনের সঙ্গে হৃতিকের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। অভিনেতা এখন সাবা আজাদের সঙ্গে সম্পর্কে আছেন।